Ajker Patrika

এভারেস্ট জয় করেছেন যেসব বাংলাদেশি

আপডেট : ২০ মে ২০২৪, ২২: ১৮
এভারেস্ট জয় করেছেন যেসব বাংলাদেশি

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন চট্টগ্রামের ছেলে বাবর আলী। আজ রোববার ১৯ মে নেপালের সময় সকাল সাড়ে ৮টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। তাহলে এই সুযোগে বরং সংক্ষেপে জেনে নিই এভারেস্ট জয় করা অন্য বাংলাদেশিদের সম্পর্কে।

২০১০ সালের ২৩ মে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির চূড়ায় পা রাখলেন বাংলাদেশি মুসা ইব্রাহিম। ভোর ৫টা ১৬ মিনিটে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।

এরপর নেপাল ও তিব্বতের পথ দিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় চূড়ায় দেশের লাল–সবুজ পতাকা ওড়ান এম এ মুহিত। তারিখটা ছিল ২০১১ সালের ২১ মে।

২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন এম এ মুহিত ও নিশাত মজুমদারদেশের প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশান মজুমদার, তারিখটা ২০১২ সালের ১৯ মে। তাঁর সঙ্গে একই দিনে এভারেস্টের চূড়ায় পৌঁছান এম এ মুহিতও। তিনিই একমাত্র বাংলাদেশি, যিনি দুবার এভারেস্ট জয় করেন। 

২০১২ সালে আবারও এভারেস্টের চূড়ায় ওড়ে লাল-সবুজ পতাকা। দ্বিতীয় নারী হিসেবে এবার এভারেস্ট জিতলেন ওয়াসফিয়া নাজরীন। নিশাত মজুমদার, এম এ মুহিত পৃথিবীর সর্বোচ্চ চূড়াটিতে পৌঁছানোর সাত দিন পর ২৬ মে ২০১২ এভারেস্ট জয় করেন ওয়াসফিয়া।

পরবর্তী বাংলাদেশি এভারেস্ট বিজয়ীর পরিণতিটা অবশ্য ট্র্যাজিক। ২০১৩ সালের ২০ মে পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রাখেন মোহম্মদ খালিদ হোসেন বা সজল খালেদ। সেদিন সকাল সাড়ে ৮টায় সর্বোচ্চ শৃঙ্গটি জয় করেন তিনি। কিন্তু নামার সময় আনুমানিক ২৮ হাজার ২১৫ ফুট উচ্চতায় অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।

সর্বোচ্চ শৃঙ্গ জয়ের চূড়ান্ত অভিযান শুরুর আগে এভারেস্টে ২০১২ সালের ১২ মে ওয়াসফিয়া নাজরীনএভারেস্টের নেপাল অংশ, অর্থাৎ সাউথ ফেস দিয়ে চূড়ায় পৌঁছান তিনি। এর আগে ২০১১ সালে তিনি এভারেস্ট অভিযানে গিয়েছিলেন তিব্বত অংশ অর্থাৎ নর্থ ফেস দিয়ে। সেবার অসুস্থ হয়ে পড়লে প্রায় ২৩ হাজার ফুট উচ্চতা থেকে নেমে আসতে বাধ্য হন।

তারপর ১১ বছরের দীর্ঘ প্রতীক্ষা। শেষ পর্যন্ত আজ, অর্থাৎ ২০২৪ সালের ১৯ মে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টে দেশের লাল-সবুজ পতাকা ওড়ালেন বাবর আলী। তাঁর অভিযান অবশ্য এখনই শেষ হয়নি। তিনি চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসেও জয় করতে চান। এবার শুরু হবে তাঁর লোৎসে জয়ের অভিযান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত