Ajker Patrika

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ফাইল ছবি
ফাইল ছবি

মালয়েশিয়ায় কর্মরত বা সেখানে কর্মসংস্থানের জন্য আগ্রহী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

আজ শুক্রবার (১ আগস্ট) হাইকমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে।

তবে হাইকমিশন স্পষ্ট করেছে, বর্তমানে মালয়েশিয়ার সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সাবাহ প্রদেশে কর্মী প্রেরণ-সংক্রান্ত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক (MOU) নেই। এমনকি সাবাহ প্রদেশ কর্তৃপক্ষের তরফ থেকেও এখনো বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলমান থাকলেও এখনো পর্যন্ত কোনো অনুমোদন বা চুক্তি হয়নি।

এই অবস্থায় হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের এই ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ যদি বাংলাদেশি কর্মী নিয়োগে চূড়ান্ত অনুমতি দেয়, তাহলে হাইকমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত