নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় মোখার কারণে সতর্কতা হিসেবে সরকার গত শুক্রবার রাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রেখেছে। এ জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে লোডশেডিং। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং আগামী দুই দিনের মধ্যে উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে।
নসরুল হামিদ বলেন, ‘দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেটি উপকূলের কাছাকাছি আছে সেখান থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে এখনকার চেয়ে ভালো হবে। গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে।’
পেট্রোবাংলার হিসেবে দেখা যায় দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭ শ ৬০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬ শ থেকে ২ হাজার ৭ শ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। এর মধ্যে গড়ে ৬৫০ এমএমসিএফডি এলএনজি আকারে আমদানি করা হয় এবং বাকিটুকু দেশীয় উৎস থেকে আসে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ৬২৪–৭৩৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।
হঠাৎ করে জাতীয় গ্রিডে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুটের মতো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা ও তীব্র গ্যাস সংকট।
ঘূর্ণিঝড় মোখার কারণে সতর্কতা হিসেবে সরকার গত শুক্রবার রাত থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বন্ধ রেখেছে। এ জন্য রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে লোডশেডিং। একই সঙ্গে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট।
আজ রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেছেন, গ্যাস ও বিদ্যুতের লোডশেডিং আগামী দুই দিনের মধ্যে উন্নতি হবে। তবে গ্যাসের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও ১০ থেকে ১২ দিন লেগে যেতে পারে।
নসরুল হামিদ বলেন, ‘দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি গভীর সমুদ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। আর যেটি উপকূলের কাছাকাছি আছে সেখান থেকে শিগগিরই এলএনজি সরবরাহ শুরু হবে। এতে গ্যাস সরবরাহ পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে এখনকার চেয়ে ভালো হবে। গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হতে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে। গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে।’
পেট্রোবাংলার হিসেবে দেখা যায় দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা আছে ৩ হাজার ৭ শ ৬০ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। কিন্তু গড়ে সরবরাহ করা হয় ২ হাজার ৬ শ থেকে ২ হাজার ৭ শ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস। এর মধ্যে গড়ে ৬৫০ এমএমসিএফডি এলএনজি আকারে আমদানি করা হয় এবং বাকিটুকু দেশীয় উৎস থেকে আসে।
বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার দৈনিক গ্যাস সরবরাহ প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ থেকে ১২ মে পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ছিল ৬২৪–৭৩৩ মিলিয়ন কিউবিক ফুট গ্যাস।
হঠাৎ করে জাতীয় গ্রিডে ৬৫০ মিলিয়ন কিউবিক ফুটের মতো গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা ও তীব্র গ্যাস সংকট।
রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এসব হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার আগে দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সেটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায়
২ ঘণ্টা আগেএই ঘটনায় নিখোঁজ স্কুলশিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য নিম্নলিখিত নম্বরগুলো প্রকাশ করা হয়েছে—
২ ঘণ্টা আগেঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (এফ-৭ বিজিআই) বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ স্কুল-কলেজের শিক্ষার্থী। আহত হয়েছে আরও শতাধিক, যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন
২ ঘণ্টা আগে