Ajker Patrika

ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

 কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ছয়টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’

ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।

পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুটিন কাজ চালিয়ে নিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারতপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

শেখ হাসিনাসহ ৩৯৩ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বিএনপি নেতা

৪ ধরনের শৃঙ্খলাভঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি চাকরিচ্যুতি

বদলে গেল স্কুল-কলেজের শপথ, বাদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত