কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ছয়টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’
ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুটিন কাজ চালিয়ে নিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারতপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।
ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ছয়টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’
ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুটিন কাজ চালিয়ে নিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারতপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।
জমি ও ফ্ল্যাট কেনাবেচায় কালোটাকা ব্যবহার বন্ধের পথে এগোচ্ছে সরকার। আসছে অর্থবছরের বাজেট থেকেই জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনে (নিবন্ধন) কর ও ফি প্রায় ৪০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। তবে আগের মতো ‘মৌজা মূল্য’ ধরে নয়, বরং বাস্তব বাজারদরের ভিত্তিতে হবে রেজিস্ট্রেশন। তার মানে দলিলে প্রকৃত মূল্য দেখাতে হবে বাধ্যতা
৩৩ মিনিট আগেবিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে কয়েক দিন ধরে টানা আন্দোলন করছেন তাঁর সমর্থকেরা। বিষয়টি নিয়ে সরব বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। অন্যদিকে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে গতকাল বুধবার ইসি কার্যালয়ের মূল ফটকে অবস্থান
৩৩ মিনিট আগেভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেতৃত্বাধীন কমিটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির পঞ্চম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানা
৩ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে সশস্ত্র সংঘাত চলতে থাকলে এবং আরাকান আর্মি জাতিগত নিধন অব্যাহত রাখলে বাংলাদেশের ভেতর দিয়ে সেখানে মানবিক সহায়তা যেতে দিতে অন্তর্বর্তী সরকার রাজি হবে না। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গতকাল বুধবার এসব কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে