কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ছয়টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’
ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুটিন কাজ চালিয়ে নিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারতপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।
ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ-ভারত বাণিজ্য ও চুক্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ ছয়টি পণ্য আমদানি বন্ধ করায় ঢাকা থেকে দিল্লিতে ভারত সরকারকে চিঠি পাঠানো হচ্ছে। আর ভারতের সঙ্গে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সীমান্ত পথে ভারত থেকে পুশ–ইন হওয়া দেশটির নাগরিকদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুশ–ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু দেশটি এখনো চিঠির জবাব দেয়নি। পুশ–ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।’
ভারত সরকার বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকসহ প্রায় ৪০০ ব্যক্তিকে গত এক মাসে সীমান্ত পথে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘পররাষ্ট্রসচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই। তিনি নিজেই পররাষ্ট্রসচিবের দায়িত্ব থেকে সরে যেতে চান। আগামী দু–এক দিনের মধ্যেই তিনি এ দায়িত্ব ছেড়ে দেবেন।’
সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত রুটিন কাজ চালিয়ে নিতে মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলামকে ভারতপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত হওয়া সরকারের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান উপদেষ্টা।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে হতাহতের ঘটনায় নিন্দা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মীসহ ২১ বিশিষ্ট নাগরিক। আজ শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৫ ঘণ্টা আগেজাতিসংঘ মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর), বিশ্বজুড়ে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় রাষ্ট্রপুঞ্জের প্রধান সংস্থা হিসেবে কাজ করে। ১৯৯৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থা জাতিসংঘ সচিবালয়ের একটি বিভাগ হিসেবে পরিচালিত হয়। এ সংস্থার ম্যান্ডেট জাতিসংঘের সনদ...
১০ ঘণ্টা আগেবাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মিশন শুরু হয়েছে। এ লক্ষ্যে ৩ বছরের জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর সমাজের বিভিন্ন স্তর থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে