নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’
‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’
খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’
‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১২ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১২ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১৪ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৬ ঘণ্টা আগে