কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো–ভারত, চীন, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, জর্জিয়া, মরিশাস ও ফিলিস্তিন।
আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান। ৯ দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল, ওআইসি, কমনওয়েলথসহ কয়েকটি সংগঠন নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সেহেলী সাবরীন জানান, ইইউর বিশেষজ্ঞ দলটি বর্তমানে বাংলাদেশে আছে। তারা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ২২৭ ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য যেসব আবেদন এসেছে, নির্বাচন কমিশন এখন সেগুলোর পর্যালোচনা করছে জানিয়ে মুখপাত্র বলেন, এই প্রক্রিয়া শেষ হলে বলা যাবে, কতজন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
এদিকে, লিবিয়ার বিভিন্ন স্থান থেকে ১৪০ জন বাংলাদেশি অভিবাসী কর্মী আজ সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৭ জন বেনজির একটি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অন্য ১১৩ জন দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
ফিরে আসা কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানান। তাঁদের প্রত্যেককে ৫ হাজার ৯১৯ টাকা হাতখরচ ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেন। ফিরে আসা কর্মীদের নিজেদের অভিজ্ঞতা প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।
অবৈধ উপায়ে টাকা খরচ করে কিংবা দালালের খপ্পরে পড়ে বিদেশে যাতে কেউ না যায়, সে বিষয়ে পরিচিতজনদের সচেতন করতে ফিরে আসা অভিবাসীদের অনুরোধ জানান তিনি।
চলতি বছরের জুলাই হতে এ পর্যন্ত লিবিয়া থেকে মোট ৯৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মোস্তফা জামিল খান।
লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা সব বাংলাদেশি নাগরিককে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো–ভারত, চীন, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, জর্জিয়া, মরিশাস ও ফিলিস্তিন।
আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান। ৯ দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল, ওআইসি, কমনওয়েলথসহ কয়েকটি সংগঠন নির্বাচন পর্যবেক্ষণ করবে।
সেহেলী সাবরীন জানান, ইইউর বিশেষজ্ঞ দলটি বর্তমানে বাংলাদেশে আছে। তারা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ২২৭ ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন।
নির্বাচন পর্যবেক্ষণের জন্য যেসব আবেদন এসেছে, নির্বাচন কমিশন এখন সেগুলোর পর্যালোচনা করছে জানিয়ে মুখপাত্র বলেন, এই প্রক্রিয়া শেষ হলে বলা যাবে, কতজন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।
এদিকে, লিবিয়ার বিভিন্ন স্থান থেকে ১৪০ জন বাংলাদেশি অভিবাসী কর্মী আজ সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৭ জন বেনজির একটি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অন্য ১১৩ জন দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
ফিরে আসা কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানান। তাঁদের প্রত্যেককে ৫ হাজার ৯১৯ টাকা হাতখরচ ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেন। ফিরে আসা কর্মীদের নিজেদের অভিজ্ঞতা প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন।
অবৈধ উপায়ে টাকা খরচ করে কিংবা দালালের খপ্পরে পড়ে বিদেশে যাতে কেউ না যায়, সে বিষয়ে পরিচিতজনদের সচেতন করতে ফিরে আসা অভিবাসীদের অনুরোধ জানান তিনি।
চলতি বছরের জুলাই হতে এ পর্যন্ত লিবিয়া থেকে মোট ৯৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মোস্তফা জামিল খান।
লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা সব বাংলাদেশি নাগরিককে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ কামনা করেছেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। আজ রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অফিশিয়াল প্যাডে তাঁর স্বাক্ষরিত একটি চিঠি প্রধান উপদেষ্টাকে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগেজুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ। জবানবন্দিতে তিনি বলেছেন, যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পাখির মতো গুলি করেছে।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপের মাধ্যমে তৈরি করার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। একই সঙ্গে বিশেষজ্ঞদেরও সঙ্গে আলোচনা চলবে। আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক মন্ত্রী এবং বান্দরবানের সাবেক সংসদ সদস্য (এমপি) বীর বাহাদুর উশৈসিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রুর নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে