Ajker Patrika

চীন, রাশিয়া, মরিশাসসহ ৯ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯: ৪৭
চীন, রাশিয়া, মরিশাসসহ ৯ দেশ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো–ভারত, চীন, রাশিয়া, জাপান, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, জর্জিয়া, মরিশাস ও ফিলিস্তিন।

আজ বৃহস্পতিবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান। ৯ দেশের বাইরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল, ওআইসি, কমনওয়েলথসহ কয়েকটি সংগঠন নির্বাচন পর্যবেক্ষণ করবে। 

সেহেলী সাবরীন জানান, ইইউর বিশেষজ্ঞ দলটি বর্তমানে বাংলাদেশে আছে। তারা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করবে।
 
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার ২২৭ ব্যক্তি নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসতে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছেন।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য যেসব আবেদন এসেছে, নির্বাচন কমিশন এখন সেগুলোর পর্যালোচনা করছে জানিয়ে মুখপাত্র বলেন, এই প্রক্রিয়া শেষ হলে বলা যাবে, কতজন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন।

এদিকে, লিবিয়ার বিভিন্ন স্থান থেকে ১৪০ জন বাংলাদেশি অভিবাসী কর্মী আজ সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৭ জন বেনজির একটি ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। অন্য ১১৩ জন দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। 
ফিরে আসা কর্মীদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা ঢাকায় বিমানবন্দরে স্বাগত জানান। তাঁদের প্রত্যেককে ৫ হাজার ৯১৯ টাকা হাতখরচ ও কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (কল্যাণ) মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা অভিবাসীদের সঙ্গে কথা বলেন। ফিরে আসা কর্মীদের নিজেদের অভিজ্ঞতা প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে জানানোর জন্য তিনি অনুরোধ করেন। 

অবৈধ উপায়ে টাকা খরচ করে কিংবা দালালের খপ্পরে পড়ে বিদেশে যাতে কেউ না যায়, সে বিষয়ে পরিচিতজনদের সচেতন করতে ফিরে আসা অভিবাসীদের অনুরোধ জানান তিনি। 

চলতি বছরের জুলাই হতে এ পর্যন্ত লিবিয়া থেকে মোট ৯৭৫ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান মোস্তফা জামিল খান।

লিবিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা সব বাংলাদেশি নাগরিককে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত