Ajker Patrika

১৫ তারিখ থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৮: ৫০
১৫ তারিখ থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন

সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন। এ সময় ট্রেনের আসনসংখ্যার অর্ধেক যাত্রী বহন করা হবে। এ পরিকল্পনা অনুসারে প্রতিটি ট্রেনের মোট আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আজ ১১ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সঙ্গে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রয়ের কিছু নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে—যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে আন্তনগর ট্রেনসমূহের বিদ্যমান আসনসংখ্যার অর্ধেক টিকিট কাটতে পারবে। মোট টিকিটের ২৫ ভাগ অনলাইনে ২৫ ভাগ স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। আন্তনগর ট্রেনসমূহের স্ট্যান্ডিং টিকিট ও স্টেশনের প্ল্যাটফর্ম থেকে টিকিট ইস্যু সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আন্তনগর ট্রেনের টিকিট বিক্রয়ে বিদ্যমান সকল প্রকার কোটা ব্যবস্থা বন্ধ থাকবে।

কাউন্টারে টিকিট ইস্যু ও ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীর মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। প্রচলিত নিয়মানুযায়ী স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে আন্তনগর ট্রেনে কাটারিং সেবা ও ট্রেনে রাত্রিকালীন বেডিং সরবরাহ ব্যবস্থা চালু থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত