Ajker Patrika

যুক্তরাষ্ট্রের মানবাধিকার পদক পেলেন আসকের নূর খান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৬
যুক্তরাষ্ট্রের মানবাধিকার পদক পেলেন আসকের নূর খান

যুক্তরাষ্ট্র সরকার বিশিষ্ট মানবাধিকারকর্মী আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক মো. নূর খানকে মানবাধিকার পদক ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সময় বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে তাঁকে এই পদকে ভূষিত করে। মানবাধিকার নিয়ে কাজ করে বিশ্বের ১০ দেশের ১০ ব্যক্তিকে এই পদক দেওয়া হয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নূর খান বাংলাদেশে গত তিন দশকে দুটি খ্যাতনামা অধিকার সংস্থায় নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নথিভুক্ত করার পাশাপাশি জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। 

মানবাধিকার রক্ষাকারীদের সুরক্ষা ও সমর্থন দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের পক্ষে কথা বলা ও নাগরিক সমাজের মধ্যে নেতৃস্থানীয় ভূমিকা অনেক মানুষের জীবন বাঁচিয়েছে। নির্দোষ অনেককে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। 

অন্য যেসব দেশের মানবাধিকারকর্মীদের একই পদক দেওয়া হয়েছে, সেগুলো হলো—ব্রাজিল, কম্বোডিয়া, জর্জিয়া, হন্ডুরাস, ইরান, ইরাক, মৌরিতানিয়া, চীন ও টোগো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত