কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দী আছেন। এর মধ্যে যাঁদের অপরাধ ক্ষমার যোগ্য তাঁদের ক্ষমা করার জন্য পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া সম্প্রতি এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (২৯ জুন) গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন তিনি।
সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীরা বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিতে যান। রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এই নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে রাখার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। গভর্নর এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালে অনেক শ্রমিক চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাঁরা দেশে ফেরার জন্য চূড়ান্ত বহির্গমনের আবেদন করেছেন। কিন্তু প্রক্রিয়াটি ধীর গতির হওয়ায় তাঁদের জন্য সৌদি আরবে থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত এই অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নরকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের মর্গে থাকা অবৈধ অভিবাসীদের মৃতদেহ দেশে ফেরানোর জটিলতা নিরসনে ফি মওকুফের অনুরোধ জানান।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি গৃহকর্মীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
ঢাকা: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দী আছেন। এর মধ্যে যাঁদের অপরাধ ক্ষমার যোগ্য তাঁদের ক্ষমা করার জন্য পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ছাড়া সম্প্রতি এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়ে দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রিয়াদে বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (২৯ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার (২৯ জুন) গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন তিনি।
সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীরা বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিতে যান। রাষ্ট্রদূত গভর্নরকে পালিয়ে আসা এই নারী গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে রাখার জন্য পুলিশের সহায়তা চেয়েছেন। গভর্নর এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালে অনেক শ্রমিক চাকরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছেন। তাঁরা দেশে ফেরার জন্য চূড়ান্ত বহির্গমনের আবেদন করেছেন। কিন্তু প্রক্রিয়াটি ধীর গতির হওয়ায় তাঁদের জন্য সৌদি আরবে থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত এই অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য গভর্নরকে অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় প্রদেশের মর্গে থাকা অবৈধ অভিবাসীদের মৃতদেহ দেশে ফেরানোর জটিলতা নিরসনে ফি মওকুফের অনুরোধ জানান।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশি গৃহকর্মীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
এর আগে সোমবার রাতে ও মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৭ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৭ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
১১ ঘণ্টা আগে