অনলাইন ডেস্ক
শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।
শ্রম অধিদপ্তরের দুই পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা হয়েছে। এ ছাড়া সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
আক্তার হোসেন বলেন, প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া দুজনকে আসামি করা হয়েছে। তাঁদের একজন হলেন শ্রম অধিদপ্তরের পরিচালক পদে পদোন্নতি পাওয়া মিজানুর রহমান ও উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া আবদুল্লাহ আল সাকিব মুবাররাত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মন্নুজান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শ্রম অধিদপ্তরের উপপরিচালক হতে পরিচালক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির সুপারিশকৃত মেধা তালিকার ৩ নম্বর ক্রমিকে থাকা শামীমা সুলতানা বারীকে বাদ দিয়ে তালিকায় ১৬ নম্বর ক্রমিকে থাকা মিজানুর রহমানকে পদোন্নতি দিয়েছেন।
একই রকম পদোন্নতি অনিয়মের অভিযোগে অপর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক হতে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি প্রদানের ক্ষেত্রে ডিপিসির পদোন্নতির জন্য সুপরিশ করা যোগ্য প্রার্থী জোবেদা খাতুনকে বাদ দিয়ে তালিকার ৪৮ নম্বর ক্রমিকে থাকা আবদুল্লাহ আল সাকিব মুবাররাতকে পদোন্নতি দিয়েছেন।
মামলায় মন্নুজান সুফিয়ান, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল সাকিব মুবাররাতের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া নানাবিধ দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে সাবেক বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুদক।
আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এম সরোয়ার হোসেন নামের একজন আইনজীবী সাবেক এই বিমানবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল করেন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
৮ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
৯ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
৯ ঘণ্টা আগে