Ajker Patrika

চার সপ্তাহ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না দুই আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৫: ৪৫
চার সপ্তাহ সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা করতে পারবেন না দুই আইনজীবী 

আদালত বর্জন নিয়ে প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই আইনজীবীকে চার সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। এই সময়ে তাঁরা সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা পরিচালনা করতে পারবেন না। 

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন। দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্যসচিব শাহ আহমেদ বাদল। 

এর আগে গত ৩ জানুয়ারি এ দুই আইনজীবীকে হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, হাজির হয়ে সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আদেশ অনুযায়ী দুই আইনজীবী বৃহস্পতিবার আপিল বিভাগে হাজির হন। এ সময় ব্যাখ্যা দিতে তাঁদের পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। পরে আদালত চার সপ্তাহ সময় দেন।

গত ১ থেকে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টসহ সারা দেশে আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। বিষয়টি জানিয়ে প্রধান বিচারপতি বরাবর চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর বক্তব্য ছিল বলে অভিযোগ তোলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত