Ajker Patrika

যাত্রাবাড়ীতে কিশোর আহাদ হত্যা মামলায় বিচারপতি খায়রুল হক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা
যাত্রাবাড়ী থানায় করা আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৬ বছরের কিশোর আব্দুল কাইয়ুম আহাদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ এ নির্দেশ দেন।

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আজ সকাল সাড়ে ৮টার দিকে সাবেক প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে শাহবাগ ও ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলারও আসামি তিনি।

এই মামলায় আজ সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানো হলো।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রিজন ভ্যানে করে আদালতের হাজতখানা নেওয়া হয় খায়রুল হককে। রাত ৮টার পর আদালতের কাঠগড়ায় হাজির করা হয় তাঁকে।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খালিদ হাসান সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিছিলে যোগ দেয় আহাদ। যাত্রাবাড়ী থানার কাজলা পুলিশ বক্সের সামনে পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলির মুখে পড়ে মিছিলটি। এতে গুলিবিদ্ধ হয় আহাদ। মাটিতে লুটিয়ে পড়ার পর যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন তাঁকে দুটি গুলি করেন। পরে স্থানীয়রা তাকে দনিয়ার সালমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৬ জুলাই আহাদের বাবা নোয়াখালীর বেগমবাজার নরোত্তমপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আসাদুজ্জামান খান কামালসহ ৪৬৭ জনের নামে ও অজ্ঞাতনামা প্রায় দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এই মামলার ৪৪ নম্বর আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত