নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠাতে সব ধরনের সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছে বায়রা সিন্ডিকেটবিরোধী মহাজোট। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।
লিখিত বক্তব্যে আলী হায়দার চৌধুরী বলেন, ‘মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বারবার বলেছেন, কম খরচে শ্রমবাজার সকলের জন্য উন্মুক্ত করবেন। যাত্রীদের শুধু একবার মেডিকেল করার ব্যবস্থা করবেন। এমওইউ অনুযায়ী, জেডব্লিউসি মিটিং করে সিস্টেম ঠিক করবেন, আইএলও কনভেনশন অনুসরণ করবেন, স্বল্প খরচে যাওয়ার জন্য ডেটা ব্যাংক থেকে কর্মী নেওয়ার ব্যবস্থা করবেন, অন্য ১৩টি দেশের মতো কর্মী যাবে এবং বাংলাদেশে অনলাইন সিস্টেম চালুর ব্যবস্থা করবেন। আমরা মন্ত্রীর উপরিউক্ত সকল বক্তব্যের সঙ্গে একমত এবং আমাদের প্রত্যাশা—তিনি তাঁর বক্তব্যে অবিচল থাকবেন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, তবুও সম্ভাব্য ২৫টি সিন্ডিকেটের সদস্যরা অতীতের পুনরাবৃত্তি ঘটানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আমাদের বিভ্রান্ত করছে। এরই মধ্যে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে মেডিকেল সেন্টারের বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
আলী হায়দার চৌধুরী বলেন, ১০ সিন্ডিকেটের মাধ্যমে চালু হওয়া ২০১৬ সালের মালয়েশিয়ার শ্রমবাজার অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সংকুচিত হয়েছে। মাত্র দেড় বছরের মাথায় মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। বাতিল করে এসপিপিএ নামে ১০ এজেন্সির অটো ডিস্ট্রিবিউশন পদ্ধতি। সিন্ডিকেটের মাধ্যমে শুরু হওয়া শ্রমবাজার এবং অনিয়মের ফলে বাজারটি বন্ধ হয়ে যাওয়া—উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয় এই দেশের নিরীহ কর্মীরা। দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়াতে ব্যাপক প্রচারের কারণে বিনষ্ট হয় দেশের ভাবমূর্তি। সেই সঙ্গে এই দেশের গরিব নিরীহ কর্মহীন মানুষ বঞ্চিত হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিন্ডিকেট প্রথা থাকলে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও অভিবাসন ব্যয় বৃদ্ধি পাবে এবং স্বার্থান্বেষী মহলের কিছুসংখ্যক ব্যক্তির দেশবিরোধী তৎপরতা চরিতার্থ হবে; প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলায় ১ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান বাস্তবায়ন ব্যাহত হবে; অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচার বাড়বে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে সরকার ও দেশের সুনাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে; সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সি কাজ করলে কর্মী প্রেরণের গতি যেমন কমে যাবে, তেমনি সক্ষমতা থাকা সত্ত্বেও শত শত রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে এবং শ্রমবাজার দীর্ঘায়িত না হয়ে আগের মতো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে সিন্ডিকেট প্রথা বাতিলের জোর দাবি জানানো হয়। বলা হয়, সিন্ডিকেট প্রথা বহাল থাকলে জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম, অরাজকতা, পারস্পরিক রেষারেষি বাড়বে; মালয়েশিয়া আরও ১৩টি সোর্স কান্ট্রি থেকে সিন্ডিকেটবিহীন স্বাভাবিক নিয়মে কর্মী আমদানির বিপরীতে শুধু বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক আমদানি করলে সেটি হবে স্বাধীন দেশের জন্য অমর্যাদাকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাসার, সাবেক সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।
মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিক পাঠাতে সব ধরনের সিন্ডিকেট প্রথা বাতিলের দাবি জানিয়েছে বায়রা সিন্ডিকেটবিরোধী মহাজোট। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।
লিখিত বক্তব্যে আলী হায়দার চৌধুরী বলেন, ‘মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বারবার বলেছেন, কম খরচে শ্রমবাজার সকলের জন্য উন্মুক্ত করবেন। যাত্রীদের শুধু একবার মেডিকেল করার ব্যবস্থা করবেন। এমওইউ অনুযায়ী, জেডব্লিউসি মিটিং করে সিস্টেম ঠিক করবেন, আইএলও কনভেনশন অনুসরণ করবেন, স্বল্প খরচে যাওয়ার জন্য ডেটা ব্যাংক থেকে কর্মী নেওয়ার ব্যবস্থা করবেন, অন্য ১৩টি দেশের মতো কর্মী যাবে এবং বাংলাদেশে অনলাইন সিস্টেম চালুর ব্যবস্থা করবেন। আমরা মন্ত্রীর উপরিউক্ত সকল বক্তব্যের সঙ্গে একমত এবং আমাদের প্রত্যাশা—তিনি তাঁর বক্তব্যে অবিচল থাকবেন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, তবুও সম্ভাব্য ২৫টি সিন্ডিকেটের সদস্যরা অতীতের পুনরাবৃত্তি ঘটানোর আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অপপ্রচার চালিয়ে আমাদের বিভ্রান্ত করছে। এরই মধ্যে তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে মেডিকেল সেন্টারের বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
আলী হায়দার চৌধুরী বলেন, ১০ সিন্ডিকেটের মাধ্যমে চালু হওয়া ২০১৬ সালের মালয়েশিয়ার শ্রমবাজার অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে সংকুচিত হয়েছে। মাত্র দেড় বছরের মাথায় মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয়। বাতিল করে এসপিপিএ নামে ১০ এজেন্সির অটো ডিস্ট্রিবিউশন পদ্ধতি। সিন্ডিকেটের মাধ্যমে শুরু হওয়া শ্রমবাজার এবং অনিয়মের ফলে বাজারটি বন্ধ হয়ে যাওয়া—উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয় এই দেশের নিরীহ কর্মীরা। দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়াতে ব্যাপক প্রচারের কারণে বিনষ্ট হয় দেশের ভাবমূর্তি। সেই সঙ্গে এই দেশের গরিব নিরীহ কর্মহীন মানুষ বঞ্চিত হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিন্ডিকেট প্রথা থাকলে আগের মতো অনিয়ম, দুর্নীতি ও অভিবাসন ব্যয় বৃদ্ধি পাবে এবং স্বার্থান্বেষী মহলের কিছুসংখ্যক ব্যক্তির দেশবিরোধী তৎপরতা চরিতার্থ হবে; প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি উপজেলায় ১ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান বাস্তবায়ন ব্যাহত হবে; অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে নেতিবাচক প্রচার বাড়বে, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। ফলে সরকার ও দেশের সুনাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে; সীমিতসংখ্যক রিক্রুটিং এজেন্সি কাজ করলে কর্মী প্রেরণের গতি যেমন কমে যাবে, তেমনি সক্ষমতা থাকা সত্ত্বেও শত শত রিক্রুটিং এজেন্সি তাদের ব্যবসার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে এবং শ্রমবাজার দীর্ঘায়িত না হয়ে আগের মতো যেকোনো সময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে সিন্ডিকেট প্রথা বাতিলের জোর দাবি জানানো হয়। বলা হয়, সিন্ডিকেট প্রথা বহাল থাকলে জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম, অরাজকতা, পারস্পরিক রেষারেষি বাড়বে; মালয়েশিয়া আরও ১৩টি সোর্স কান্ট্রি থেকে সিন্ডিকেটবিহীন স্বাভাবিক নিয়মে কর্মী আমদানির বিপরীতে শুধু বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক আমদানি করলে সেটি হবে স্বাধীন দেশের জন্য অমর্যাদাকর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বায়রার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাসার, সাবেক সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান প্রমুখ।
আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসর এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি কর
৯ ঘণ্টা আগেগত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে পুলিশ বাহিনীতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিকে
৯ ঘণ্টা আগেচাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেদুই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সময়মতো না দেওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আলতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইইডির ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আর এ নিয়ে চলছে তোলপাড়।
১০ ঘণ্টা আগে