বিশেষ প্রতিনিধি, ঢাকা
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেখানোর মধ্য দিয়ে শুরু হবে এবারের জেলা প্রশাসক সম্মেলন। নিজের কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জুলাই আন্দোলন নিয়ে ডিসিদের কী বার্তা দেবেন—এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান শুরুই হবে একটি (জুলাই আন্দোলন) ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এই আন্দোলনটা কীভাবে হয়েছিল, কীভাবে আন্দোলনের ফল লাভ হলো, সেই বিবরণ সেখানে থাকবে। ধর্মগ্রন্থ থেকে পাঠের পরেই এটি দেখানো হবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা দেখতে চাইছি।’ এ ছাড়া বিপ্লবোত্তর আইনশৃঙ্খলার বিষয়টিও তোলা হবে বলে জানান সচিব।
এবার সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন হবে জানিয়ে আব্দুর রশীদ বলেন, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে ১ হাজার ২৪৫টি প্রস্তাব এসেছে। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৩৫৪টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
আলোচনায় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার করা; দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম; স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন; সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন; তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স; শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ; স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ; পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ; ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও সমন্বয়ের বিষয়গুলোকে আলোচনার জন্য প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এবার প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা, প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি।
কেন রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি—সেই প্রশ্নে আব্দুর রশীদ বলেন, ‘ওনার (রাষ্ট্রপতি) শিডিউলের সঙ্গে মেলেনি।’
গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালের সম্মেলনের ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মোট ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৭৭টি। বাস্তবায়নাধীন রয়েছে ২০৪টি। বাস্তবায়নের হার ৪৬ শতাংশ।
ব্যাখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর পূর্ববর্তী সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। ফলে বিগত জেলা প্রশাসক সম্মেলনগুলোর তুলনায় এ বছর সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম হয়েছে।
এক প্রশ্নে আব্দুর রশীদ বলেন, ‘গত বছর ডিসি সম্মেলনের বাজেট ছিল ২ কোটি টাকার কিছু বেশি। এবার আমরা ১ কোটি ৭০ লাখ বা এর কাছাকাছি রাখার চেষ্টা করব। আশা করছি এর থেকে কিছু টাকা আমরা বাঁচাতেও পারব।’
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের দেখানোর মধ্য দিয়ে শুরু হবে এবারের জেলা প্রশাসক সম্মেলন। নিজের কার্যালয়ের শাপলা হলে সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনের কার্য-অধিবেশনগুলো হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গতকাল শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জুলাই আন্দোলন নিয়ে ডিসিদের কী বার্তা দেবেন—এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান শুরুই হবে একটি (জুলাই আন্দোলন) ভিডিও প্রদর্শনের মাধ্যমে। এই আন্দোলনটা কীভাবে হয়েছিল, কীভাবে আন্দোলনের ফল লাভ হলো, সেই বিবরণ সেখানে থাকবে। ধর্মগ্রন্থ থেকে পাঠের পরেই এটি দেখানো হবে। সুতরাং আপনারা বুঝতে পারছেন আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা দেখতে চাইছি।’ এ ছাড়া বিপ্লবোত্তর আইনশৃঙ্খলার বিষয়টিও তোলা হবে বলে জানান সচিব।
এবার সম্মেলনে ৩৪টি কার্য-অধিবেশন হবে জানিয়ে আব্দুর রশীদ বলেন, বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে ১ হাজার ২৪৫টি প্রস্তাব এসেছে। তার মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৩৫৪টি প্রস্তাবের ওপর আলোচনা হবে।
আলোচনায় ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার করা; দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম; স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন; সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন; তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স; শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ; স্বাস্থ্যসেবা ও পরিবারকল্যাণ; পরিবেশ সংরক্ষণ ও দূষণরোধ; ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও সমন্বয়ের বিষয়গুলোকে আলোচনার জন্য প্রাধান্য দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এবার প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা, প্রধান বিচারপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে ডিসিদের কার্য-অধিবেশন রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি।
কেন রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সৌজন্য সাক্ষাৎ রাখা হয়নি—সেই প্রশ্নে আব্দুর রশীদ বলেন, ‘ওনার (রাষ্ট্রপতি) শিডিউলের সঙ্গে মেলেনি।’
গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার অন্যান্য বছরের তুলনায় কমেছে। ২০২৪ সালের সম্মেলনের ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত বছর ডিসি সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মোট ৩৮১টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ১৭৭টি। বাস্তবায়নাধীন রয়েছে ২০৪টি। বাস্তবায়নের হার ৪৬ শতাংশ।
ব্যাখ্যা দিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর পূর্ববর্তী সরকারের দর্শনের সঙ্গে সম্পৃক্ত কিছু প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। ফলে বিগত জেলা প্রশাসক সম্মেলনগুলোর তুলনায় এ বছর সিদ্ধান্ত বাস্তবায়নের হার কম হয়েছে।
এক প্রশ্নে আব্দুর রশীদ বলেন, ‘গত বছর ডিসি সম্মেলনের বাজেট ছিল ২ কোটি টাকার কিছু বেশি। এবার আমরা ১ কোটি ৭০ লাখ বা এর কাছাকাছি রাখার চেষ্টা করব। আশা করছি এর থেকে কিছু টাকা আমরা বাঁচাতেও পারব।’
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
২ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৪ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৫ ঘণ্টা আগে