নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ করা হয়েছে। তবে আসামি অজ্ঞাতনামা।
এর আগে রাজধানীর তেজগাঁও, গাজীপুরের ভাওয়ালসহ সম্প্রতি বেশ কয়েকটি স্থানে ট্রেনে আগুন দেওয়া ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটাতে আসামি গ্রেপ্তার হয়েছে, আবার কোনোটাতে এখন পর্যন্ত কাউকে শনাক্তই করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নতুন কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্তকাজ চলছে। নির্বাচন নিয়ে সবার ব্যস্ততা থাকায় তদন্ত আগের অবস্থাতেই রয়েছে।
গত ১৯ ডিসেম্বর ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ঘটনার ১৮ দিন পেরিয়েও গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করে বাংলাদেশ রেলওয়ে। মামলাটির তদন্তে কাজ করছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাবসহ বিভিন্ন ইউনিট ছায়া তদন্ত করছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত থানা-পুলিশসহ তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি তাঁরা। তবে গত ২১ ডিসেম্বর এ ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটকের কথা জানালেও ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানায় র্যাব।
র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা করা নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনে যেন কোনো ধরনের নাশকতা না হয়, তা নিয়ে ব্যস্ত আছি। নির্বাচন শেষে ট্রেনের আগুন দেওয়ার ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’
ঢাকা রেলওয়ে থানায় এ ঘটনায় করা মামলার তদন্ত করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস বিশ্বাস। তিনি আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা মামলার তদন্ত করছি।’
গত ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনার শিকার হয়। এতে আসলাম হোসেন নামের ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যাত্রী নিহত হন। আহত হন আরও সাতজন। পরে এই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করে রেলওয়ে। মামলাটি তদন্তের জন্য গাজীপুর জেলা পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে এই মামলায়। মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এর আগে এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্তকাজ চলছে।’
এর আগে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের দিন রেলভবনে রেলের নাশকতার তদন্তের বিষয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ‘নাশকতার জন্য মামলা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব মামলার তদন্ত করে থাকেন। আর রেল তাদের অভ্যন্তরীণ কোনো দায় আছে কি না, সেটি খুঁজে দেখে। রেলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বের করে। অপরাধীদের ধরার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’
রেলওয়ে সূত্র বলছে, গত দুই মাসে রেলপথের ১৩টি স্থানে এবং ছয়টি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।
রেলপথের বড় দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী বলেন, রেলপথে সরাসরি আক্রমণের প্রথম ঘটনা ঘটে ১৬ নভেম্বর। টাঙ্গাইল কমিউটার ট্রেনের ২টি কোচে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেসে পরিকল্পিত নাশকতা করা হয়েছে। এ দুই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী।
পরের তিন দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে ২০ ফুট রেলওয়ে ট্রাক কেটে ফেলা হয়। এ ঘটনায় একজন যাত্রী মারা যান আর ৫০ জন আহত হন। আরও অনেক বেশি হতাহত হতে পারত, ঘন কুয়াশার জন্য আস্তে ট্রেন চলছিল বলে রক্ষা পাওয়া যায়। এরপর গত ১৯ ডিসেম্বর বিমানবন্দর স্টেশন ছেড়ে তেজগাঁও আসে, তখন আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি কোচ পুড়ে যায়, আর এখন পর্যন্ত চারজন মারা গেছে।
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ট্রেনে নাশকতা চালিয়ে যাত্রী হত্যার অভিযোগ করা হয়েছে। তবে আসামি অজ্ঞাতনামা।
এর আগে রাজধানীর তেজগাঁও, গাজীপুরের ভাওয়ালসহ সম্প্রতি বেশ কয়েকটি স্থানে ট্রেনে আগুন দেওয়া ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটাতে আসামি গ্রেপ্তার হয়েছে, আবার কোনোটাতে এখন পর্যন্ত কাউকে শনাক্তই করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নতুন কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। মামলার তদন্তকাজ চলছে। নির্বাচন নিয়ে সবার ব্যস্ততা থাকায় তদন্ত আগের অবস্থাতেই রয়েছে।
গত ১৯ ডিসেম্বর ভোরে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। ঘটনার ১৮ দিন পেরিয়েও গেলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে মা-শিশুসহ চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করে বাংলাদেশ রেলওয়ে। মামলাটির তদন্তে কাজ করছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), র্যাবসহ বিভিন্ন ইউনিট ছায়া তদন্ত করছে।
আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত থানা-পুলিশসহ তদন্তসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে শনাক্ত করতে পারেননি তাঁরা। তবে গত ২১ ডিসেম্বর এ ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটকের কথা জানালেও ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানায় র্যাব।
র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা করা নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনে যেন কোনো ধরনের নাশকতা না হয়, তা নিয়ে ব্যস্ত আছি। নির্বাচন শেষে ট্রেনের আগুন দেওয়ার ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।’
ঢাকা রেলওয়ে থানায় এ ঘটনায় করা মামলার তদন্ত করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস বিশ্বাস। তিনি আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারিনি। আমরা মামলার তদন্ত করছি।’
গত ১৩ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল রেলস্টেশন এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনার শিকার হয়। এতে আসলাম হোসেন নামের ময়মনসিংহের গফরগাঁওয়ের এক যাত্রী নিহত হন। আহত হন আরও সাতজন। পরে এই ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করে রেলওয়ে। মামলাটি তদন্তের জন্য গাজীপুর জেলা পিবিআইয়ে হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত নয়জন গ্রেপ্তার রয়েছে এই মামলায়। মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাকসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এর আগে এ মামলায় নয়জনকে গ্রেপ্তার করেছি। আমাদের তদন্তকাজ চলছে।’
এর আগে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের দিন রেলভবনে রেলের নাশকতার তদন্তের বিষয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ‘নাশকতার জন্য মামলা হয়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব মামলার তদন্ত করে থাকেন। আর রেল তাদের অভ্যন্তরীণ কোনো দায় আছে কি না, সেটি খুঁজে দেখে। রেলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বের করে। অপরাধীদের ধরার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’
রেলওয়ে সূত্র বলছে, গত দুই মাসে রেলপথের ১৩টি স্থানে এবং ছয়টি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া তিনটি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ছয়টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।
রেলপথের বড় দুর্ঘটনার বিষয়ে রেলমন্ত্রী বলেন, রেলপথে সরাসরি আক্রমণের প্রথম ঘটনা ঘটে ১৬ নভেম্বর। টাঙ্গাইল কমিউটার ট্রেনের ২টি কোচে ব্যাপক ক্ষতি হয়েছে। এরপর ১৯ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেসে পরিকল্পিত নাশকতা করা হয়েছে। এ দুই ঘটনায় কোনো প্রাণহানি না হলেও বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী।
পরের তিন দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেন, ২২ নভেম্বর সিলেটে উপবন এক্সপ্রেসে আগুন দেওয়া হয়। ১৩ ডিসেম্বর গাজীপুরের রাজেন্দ্রপুরে ২০ ফুট রেলওয়ে ট্রাক কেটে ফেলা হয়। এ ঘটনায় একজন যাত্রী মারা যান আর ৫০ জন আহত হন। আরও অনেক বেশি হতাহত হতে পারত, ঘন কুয়াশার জন্য আস্তে ট্রেন চলছিল বলে রক্ষা পাওয়া যায়। এরপর গত ১৯ ডিসেম্বর বিমানবন্দর স্টেশন ছেড়ে তেজগাঁও আসে, তখন আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনটি কোচ পুড়ে যায়, আর এখন পর্যন্ত চারজন মারা গেছে।
বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতিদের শিশুসন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত সম্পর্কে মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলা ‘দুঃখ ও হতাশাজনক এবং ন্যায়নীতির পরিপন্থী’ আখ্যায়িত করে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে পারিবারিক আদালতগুলোকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এক শিক্ষিকার রিট আবেদনের সূত্র ধরে দেওয়া উচ্চ আদালতের...
৭ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি তরুণদের জন্যও কোটা চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সংস্কার কমিশন এঁদের জন্য ১০ শতাংশ মনোনয়নের সুযোগ রাখার সুপারিশ করেছে।
৮ মিনিট আগেঅমর একুশে বইমেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার বিকেল ৩টায়। প্রধান উপদেষ্টা মেলা দেখে যেতে যেতে সাড়ে ৪টা। কিন্তু দর্শনার্থী আর পাঠক আগেই হাজির মেলা ফটকে। নতুন বইয়ের গন্ধ নিতে আর যেন তর সইছিল না। অনুমতি মিলতেই হুড়মুড় করে ঢুকে পড়লেন সবাই।
৯ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বিকেলে অমর একুশে বইমেলা-২০২৫-এর উদ্বোধন করেছেন। এ উপলক্ষে ঢাকায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয় নিয়ে এসেছে ‘নতুন বাংলাদেশ’ গড়ার ইস্পাত-কঠোর প্রতিজ্ঞা। তাই মহান আত্মত্যাগের মাধ্যমে
১২ ঘণ্টা আগে