Ajker Patrika

মোবাইল ফোনে আড়ি না পাতলে জঙ্গিবাদ দমন হবে কীভাবে: সংসদে প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মোবাইল ফোনে আড়ি না পাতলে জঙ্গিবাদ দমন হবে কীভাবে: সংসদে প্রধানমন্ত্রী 

একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছি এটা ঠিক। এর মধ্য দিয়ে আবার দেখা যায় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা বানাবে, জঙ্গিবাদ করবে, সেগুলো দেখায়। এগুলো যদি আড়ি না পাতা যায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করব কীভাবে?’ 

আজ বৃহস্পতিবার ২১ তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন। কারণ টা কি। ঠিক কোন রহস্যের কথা বলবেন যেটা সরকার শুনে ফেললে সমস্যা হবে। সরকার শুনে না। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে। তার বেশি কিছু করে না। আর এটা আইনসিদ্ধ বলেই করা যায়। এটা সব দেশে আছে।’ 

রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘রমজানে খাদ্যের অভাব নেই। প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নম্বরি করে বাধা তাঁদের জন্য। রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল ও তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মজুত আছে।’ 

প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকই দাবি করেন দেশের উন্নয়ন নাকি বড় বড় এনজিও, অনেক অর্থনীতিবিদ বা আতেলের কারণেই হয়েছে। এটা ঠিক নয়। একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাঁর সঙ্গে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে। 

দারিদ্র্যের হার কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা না হয়, তাহলে এর আগে হলো না কেন? আগে তো দেখিনি এত দ্রুত দারিদ্র্য বিমোচন হয়। দারিদ্র্য বিমোচনের গালভরা বক্তব্য শুনেছি। কিন্তু ফলাফল দেখেনি। ফলাফল আওয়ামী লীগ দেখাতে পেরেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত