Ajker Patrika

অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের

প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, সংবিধানে নারী-পুরুষের সমতার কথা বলা হলেও তা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। তৃণমূলে বিভিন্ন সময়ে নারীর মর্যাদা নিয়ে কাজ করতে গিয়ে মহিলা পরিষদ দেখেছে, নারীর প্রতি যে সহিংসতা দেখা যায়, তার পেছনে বৈষম্যমূলক পারিবারিক আইন একটি নিয়ামক হিসেবে কাজ করছে। এ অবস্থায় অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন আবশ্যক হয়ে উঠেছে।

বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের নারীরা পারিবারিক আইন অনুসারে বেশ সুবিধা পান। বিভিন্ন পারিবারিক আইনে কিছু বৈষম্য আছে। তবে অভিন্ন পারিবারিক আইন প্রণীত হলে তা সবার জন্য সহায়ক হবে। সব ধর্মের ও গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। আইন প্রণয়নের জন্য বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে ধর্মীয় নেতাদের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রাখতে হবে। 

সভায় বক্তারা বলেন, ধর্ম ও পারিবারিক শিক্ষার কারণে নারীরা এখনো পরিবারে এবং সমাজে পুরুষদের আধিপত্যকে সত্য বলে মনে করে। একবিংশ শতাব্দীতে এসে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন আবশ্যক হয়ে উঠেছে। সম্পত্তির সমঅধিকারে ধর্মীয় রাজনীতি একটা বড় ভূমিকা পালন করছে। অভিন্ন পারিবারিক আইন প্রণয়নে বিরোধীদের সচেতন করতে, রাজি করতে তরুণসমাজকে এগিয়ে আসতে হবে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেম। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সম্প্রদায় ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত