Ajker Patrika

সরকার পতনে শিক্ষার্থীদের ডাকের স্বীকৃতি থাকছে

তানিম আহমেদ, ঢাকা 
ফাইল ছবি
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসেছিল আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। সেই ‘ডাকের’ সাংবিধানিক স্বীকৃতি থাকছে জুলাই ঘোষণাপত্রে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দিকে যাচ্ছে সরকার। নির্ভরযোগ্য একটি সূত্র এমন তথ্যই জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া সম্প্রতি বিএনপি, জামায়াত, এনসিপিসহ কয়েকটি দলের কাছে পাঠানো হয়। এ ব্যাপারে দলগুলোকে দু-এক দিনের মধ্যে চূড়ান্ত মতামত জানাতে বলা হয়েছে। সেটির ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করে ৫ আগস্টের মধ্যে তা জারি করতে চায় সরকার।

সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই ঘোষণাপত্রের প্রথম খসড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘নেতৃত্বে’ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগকে উৎখাতের কথা বলা হয়েছিল। কিন্তু চূড়ান্ত খসড়ায় ‘নেতৃত্বের’ পরিবর্তে ‘ডাকে’ উল্লেখ করা আছে।

ঘোষণাপত্রে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বিএনপি, জামায়াতসহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে জানা গেছে। বিএনপির মতামতে পঁচাত্তরের ৭ নভেম্বরের সিপাহি বিপ্লব, ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের করা সংবিধানের পঞ্চম সংশোধনীকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে।

অভ্যুত্থানের চেতনায় দেশ গড়তে সংবিধানকে বাতিল বা সংশোধন করার কথা প্রথম খসড়া থাকলেও সংশোধনীতে মানবিক ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে সংবিধান সংস্কারের কথা বলা আছে। এতে সুষ্ঠু নির্বাচন, আওয়ামী লীগের গুম-খুন-দুর্নীতির বিচারের অঙ্গীকার রয়েছে। অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের স্বীকৃতি রয়েছে। ঘোষণাপত্রে দল বা ব্যক্তির নাম নেই।

খসড়ার দ্বিতীয় দফায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাহাত্তরের সংবিধানের মাধ্যমে তা ভুলন্ঠিত করা; তৃতীয় দফায় পঁচাত্তরের একদলীয় বাকশাল কায়েম; চতুর্থ দফায় সিপাহি জনতার বিপ্লবে বাকশালের অবসান; পঞ্চম দফায় সংবিধানের পঞ্চম সংশোধনীতে ১৯৭৯ সালে ফেরে বহুদলীয় গণতন্ত্র; ষষ্ঠ দফায় এরশাদের সামরিক ও স্বৈরশাসনের বর্ণনা; সপ্তম দফায় একানব্বইয়ে গণতন্ত্র পুনর্বহাল; অষ্টম দফায় এক-এগারোকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফল আখ্যা দেওয়া হয়েছে।

খসড়ার ১৪তম দফায় তিনটি বিতর্কিত নির্বাচনে ক্ষমতা দখলকারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া; ১৭তম দফায় হাসিনার শাসনামলে বিরোধী মত ও জনগণকে চরম নির্যাতন-নিপীড়ন করা; ১৯তম দফায় এর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতার অভ্যুত্থানের কথা আছে।

২০তম এবং ২১তম দফায় অন্তর্বর্তী সরকারের গঠন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, জনতার অভিপ্রায়ে সরকার গঠিত হওয়া, যার বৈধতা দিয়েছেন উচ্চ আদালত; ২৩তম দফায় আগামীর বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার; ২৪তম দফায় আওয়ামী লীগ আমলের সকল গুম, খুন, দুর্নীতির বিচার; ২৫তম দফায় জনগণের আকাঙ্ক্ষা পূরণে সংবিধান সংস্কার; ২৬তম দফায় সংবিধানে অভ্যুত্থানের স্বীকৃতি এবং ২৭তম দফায় জুলাই ঘোষণা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হওয়ার কথা বলা হয়েছে।

ঘোষণাপত্র নিয়ে বিএনপি আজ-কালের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক করে চূড়ান্ত করতে পারে বলে সূত্রে জানা গেছে। জামায়াতের দলীয় ফোরামেও বিষয়টি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছে। তবে এনসিপি জুলাই ঘোষণাপত্রের খসড়া সরকারের কাছে দিতে পারে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত