Ajker Patrika

মার্কিন পাল্টা শুল্কের চাপের মুখে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা 
ডিক্যাব টকে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: আজকের পত্রিকা
ডিক্যাব টকে কথা বলেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্র যে ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে তা দেশটির আধিপত্য বিস্তারের চেষ্টার অংশ বলে মনে করে চীন। এই শুল্ক অযৌক্তিক, অন্যায্য ও অন্যায়। আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের ‘পাল্টা শুল্কের’ ক্ষতিকর প্রতিক্রিয়া মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা দেবে চীন।

ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের আয়োজনে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ডিক্যাব টক’ শীর্ষক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

একইসঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজারের সম্প্রসারণ ও রপ্তানি-দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ শুল্কের অতিরিক্ত ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’ আরোপ করেছে। দেশটি বলেছে, আগামী ১ আগস্ট থেকে অতিরিক্ত শুল্ক কার্যকর করবে। উভয়পক্ষের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত