আজকের পত্রিকা ডেস্ক
আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।
তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।
অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।
তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।
এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
আসিয়ানে বাংলাদেশের সদস্যপদের বিষয়ে থাইল্যান্ডের বিশিষ্টজনদের সমর্থনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজে এক পোস্টে এই বৈঠকের কথা জানানো হয়।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হিসেবে যোগদানের পরিকল্পনা করলেও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্য হওয়া।
তিনি আরও বলেন, ‘সেখানেই আমাদের ভবিষ্যৎ।’
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বহুপাক্ষিকতায় বিশ্বাস করে এবং এটি সার্ক ও বিমসটেকের গর্বিত সদস্য।
আঞ্চলিক সহযোগিতা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা ও জনগণের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করাই এসব জোটের লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ আশা করে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ শীর্ষ আসিয়ান দেশগুলো বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় সমর্থন দেবে।
অধ্যাপক ইউনুস থাইল্যান্ড ও বাংলাদেশের জনগণের মধ্যে বৃহত্তর সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশই একই ধরনের ইতিহাস ও চ্যালেঞ্জের অংশীদার।
তিনি আরও বলেন, ‘এই বৈঠক হবে সেই সম্পর্কের সূচনা, যেটি আমরা গড়ে তুলতে চাই।’
প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন নিয়েও মতামত দেন। তিনি বলেন, বিশ্ব এই ‘বিশৃঙ্খলা’কে নিজেদের উপকারে লাগাতে পারে। এই বিশৃঙ্খলা অনেক কিছু নাড়িয়ে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
একটি নতুন ব্যবসায়িক মডেল নিয়ে ভাবা যায় কি না—বৈঠকে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন, যা একটি নিষ্ঠুর স্বৈরশাসনকে উৎখাত করে দেশে একটি নতুন যুগের সূচনা করেছে।
এই বৈঠকে অংশ নেন— থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত বেজ্জাজিভাসহ একজন সাবেক উপ-প্রধানমন্ত্রী, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা, ব্যাংকার, একাডেমিক ও নাগরিক সমাজের নেতারা।
বাংলাদেশের পক্ষে বৈঠকে ছিলেন— পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে কোনো উদ্বেগ নেই। ভালো ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে ৫ থেকে ৬ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র
১ ঘণ্টা আগেপ্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার। আজ সোমবার (২০ অক্টোবর) বিকেলে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
২ ঘণ্টা আগেআজ সোমবার আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা এর আওতায় আসবে না। এ ছাড়া হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগে করা মামলার প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করতে আইন বিভাগের অতিরিক্ত...
৩ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯০ হাজার থেকে ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য ও সাড়ে পাঁচ-ছয় লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৪ ঘণ্টা আগে