Ajker Patrika

জিডিএসএফের বার্ষিক সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ৩৭
জিডিএসএফের বার্ষিক সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন

কানাডার অন্টারিও প্রদেশের কিংসটন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন গ্রিন ডেলটা সাপোর্ট ফোরামের (জিডিএসএফ) কার্যনির্বাহী পর্ষদের বার্ষিক সভা হয়েছে। বৈরী আবহাওয়ার নির্ধারিত সময়ের এক দিন পর গত ১৯ ফেব্রুয়ারি এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করা হয়। সভায় গত বছর ফোরামের অর্থায়নে প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি উপস্থাপন করেন শাহরিয়ার জামান। এ সময় বাংলাদেশে ৮টি জেলায় দরিদ্র  পরিবারে ৮টি প্রকল্পে অর্থায়নের বিষয়ে উপস্থাপন করা হয়।

এতে আরও জানানো হয়,  প্রকল্পগুলোর মধ্যে মুদি দোকান স্থাপন, গরু–বাছুর পালন, ভ্যানগাড়ি, রিকশা প্রদান প্রভৃতি ছিল উল্লেখযোগ্য প্রকল্প। অর্থায়ন করা প্রকল্পগুলোর আয়–ব্যয় ও পরিসংখ্যান চিত্র উপস্থাপন করেন ড. কাজী ফয়েজ আহমেদ।

সভাপতির ভাষণে মাহফুজ কাদের ফোরামের কার্যক্রমে উন্নয়ন ও সম্প্রসারণের পেছনে সদস্যদের ত্যাগ ও সহায়তার কথা স্মরণ করেন।

সভায় অংশ নেন ইঞ্জিনিয়ার কাজি ইসলাম, অধ্যাপক মো. জুলকারনাইন, ড.  মো. আবু হানিফ মুরাদ, শাহরিয়ার খান, ক্যাপ্টেন মো. আলী, শামসুল কারিম, ডা. আব্দুল্লাহ আল বাকী, অধ্যাপক হাফিজ  রাহমান, কবির আহমেদ, হারুন রশিদ, ওয়াহিদা আলী, নাসীব আদনান, ড. আনোয়ার প্রমুখ।

আলোচনা শেষে ২০২৪–২৫ সালের জন্য জিডিএসএফের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন ক্যাপ্টেন আসাদুজ্জামান, সহ–সভাপতি শাহরিয়ার খান, সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান, কোষাধ্যক্ষ মোদাশ্বের হোসেন মাসুদ, লিয়াজোঁ অফিসার রোজিনা ইসলাম জিমি, মেম্বার অ্যাট লারজ ড. কাজী ফয়েজ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত