Ajker Patrika

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে বিএসসিপিএলসি: ফয়েজ আহমদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৭: ২৯
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: আজকের পত্রিকা
ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে এক নতুন মাইলফলক অতিক্রম করেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে ৩.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করেছে।’ তিনি জানান, ২৮ এপ্রিল পর্যন্ত বিএসসিএলের ব্যান্ডউইডথ ব্যবহার ছিল ৩.৩৪ টিবিপিএস, যা এই মাসের শেষ নাগাদ ৩.৪৬ টিবিপিএসে উন্নীত হবে। বিগত ৮ মাসে ব্যান্ডউইডথের ব্যবহার ১.১০ টেরাবাইট বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ফয়েজ আহমদ অভিযোগ করেন, এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাপাসিটি অব্যবহৃত ফেলে রাখা হয়েছিল। তিনি জানান, গত কয়েক মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও পলিসি সাপোর্ট, প্রতিষ্ঠান ম্যানেজমেন্টের ঐকান্তিক প্রচেষ্টা এবং কয়েক দফা মূল্যছাড়ের পরিপ্রেক্ষিতে এই অর্জন সম্ভব হয়েছে। দেশে ব্যবহৃত ব্যান্ডউইডথের বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসির শেয়ার ক্রমান্বয়ে বাড়ার ফলে কোম্পানির রাজস্ব আদায়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধন করে সব আইআইজি অপারেটরকে তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে। সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারকে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিএসসিপিএলসি যেসব আইআইজি অপারেটর তাদের ব্যবহৃত মোট ব্যান্ডউইডথের ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার করবে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত ব্যান্ডউইডথের ওপর অতিরিক্ত মূল্যছাড়ের বিষয়টি বিবেচনা করছে, যা শিগগির বাস্তবায়ন করা হবে। পাশাপাশি রেগুলার ডিসকাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে ডেটা সেটার/ক্লাউড/‘হাইপার স্কেলার’দের জন্য আলাদা ইন্টারনেট প্যাকেজ ঘোষণার পরিকল্পনাও রয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর ফেসবুক পোস্টে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের সাবমেরিনের ব্যবহার ক্রমান্বয়ে বাড়তে থাকলে বিশ্বমানের তুলনায় অনেক পিছিয়ে থাকা ইন্টারনেটের মানের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত