Ajker Patrika

দলিল যার জমি তার, বিল সংসদে উঠবে পরের অধিবেশনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ০৬
দলিল যার জমি তার, বিল সংসদে উঠবে পরের অধিবেশনে

দলিল যার জমি তার—এই আইনের জন্য মানুষ অপেক্ষায় আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আগামী সংসদ অধিবেশনে এই বিলটি মন্ত্রণালয় উত্থাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান ভূমিমন্ত্রী। পরে হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় আগের অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদে নতুন বিল পাস হয় সংসদে।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘দলিল যারা জমি তার। এটা সাংঘাতিক আকারে ভাইরাল হয়ে গেছে। মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে। এটা কী হচ্ছে। আমি চেয়েছিলাম এই সংসদে এটা নিয়ে আসার জন্য। কিন্তু সময়ের কারণে সম্ভব নয়। আমি কিন্তু টাইমলাইনের মধ্যেই চলি। স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করতে হয়েছে। অনেক বিষয় আছে। আইনটি মন্ত্রিসভায় নিয়ে যাব। ওখান থেকে আইন মন্ত্রণালয়ে ভোটিং হবে। আশা করছি, আগামী সংসদ অধিবেশনে এটা নিয়ে আসব।’ 

ভূমিমন্ত্রী বলেন, ‘আগে ভূমি কর দিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হতো। এটা এখন অনলাইনে নিয়ে এসেছি। যদিও সাইড বাই সাইড ম্যানুয়ালি রেখেছি। তবে এই পয়লা বৈশাখ থেকে সেটা কাটআপ করে দিয়েছি। অর্থাৎ আর ভূমিকর ম্যানুয়ালি নিব না। ফুললি অনলাইন হতে হবে।’

হাট-বাজার ব্যবস্থাপনা বিল পাস
হাট-বাজার স্থাপন ও ব্যবস্থাপনায় আগের অধ্যাদেশ বাতিল করে জাতীয় সংসদে নতুন বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিল-২০২৩’ পাস হয়।’ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিলটি সংসদে তোলেন। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিস্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

১৯৫৯ সালের হাটস অ্যান্ড বাজারস (এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড একুইজেশন) অর্ডিন্যান্স রহিত করে নতুন করে এই আইনটি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত