কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পাবে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হবে।
রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পাবে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হবে।
রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে ইসিতে আবেদন করতে হবে। আজ রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন
৮ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
১ ঘণ্টা আগেসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
৪ ঘণ্টা আগেকিছুদিন আগে একটি মিশনে যোগ দেওয়া মিশন প্রধান জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। সাবধানতা হিসেবে কোনো কোনো মিশন রাষ্ট্রপতির ছবিও নামিয়ে ফেলে।
৪ ঘণ্টা আগে