কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পাবে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হবে।
রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আগামীকাল ২০ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারি সংলাপে যোগ দিতে তিনি ঢাকা এসেছেন।
আজ শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা পৌঁছান ভিক্টোরিয়া নুল্যান্ড। এ সময় হজরত শাহজালাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আগামীকাল রোববার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে ঢাকা এসেছে মার্কিন প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিভাগের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে মার্কিন প্রতিনিধি দলকে বোঝানোর বিষয়টি গুরুত্ব পাবে। আর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ও নিরাপত্তা ইস্যুটিতে জোর দেওয়া হবে।
রোববার বেলা ১১টার দিকে দুই দেশের ৮ম পররাষ্ট্রসচিব পর্যায়ের অংশীদারি সংলাপ শুরু হবে। বৈঠকটি মধ্যাহ্নভোজ পর্যন্ত চলবে। বৈঠক শেষে দুপুর দেড়টার দিকে দুই দেশের পররাষ্ট্রসচিব সংবাদ সম্মেলন করবেন। এরপর দুপুর ২টার দিকে ভিক্টোরিয়া নুল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২১ মার্চ সোমবার দুপুর ১২টায় ঢাকা ছাড়বেন নুল্যান্ড।
ভিসা সমস্যার কারণে চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে পারছেন না বাংলাদেশের অনেক অসুস্থ মানুষ। এমন ব্যক্তিদের জন্য বিকল্প হিসেবে চীনে কয়েকটি হাসপাতালে ব্যবস্থা করে দিতে দেশটিকে অনুরোধ করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় আজ সোমবার রোগীদের প্রথম দল দেশটির ইউনান প্রদেশের কুনমিং রওনা হয়েছে।
১৩ মিনিট আগেড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপদেষ্টাকে সহায়তা করতে তাকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, ব
২ ঘণ্টা আগেঅনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ৯ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’ খুলে দেওয়ার নির্দেশনা সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত একটি
২ ঘণ্টা আগেরাষ্ট্র সংস্কার এবং রাজনৈতিক ঐকমত্য গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন। আজ সোমবার জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।
২ ঘণ্টা আগে