Ajker Patrika

অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর দাবি মালিক সমিতির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর দাবি মালিক সমিতির 

চলমান বিধিনিষেধ শিথিলে বুধবার থেকে গণপরিবহন চলাচল করার জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করবে। এ ক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চালাচ্ছে দেশব্যাপী সেটা নির্ণয় করা কঠিন। ফলে মোট পরিবহনের অর্ধেক সংখ্যক চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সকল গাড়ি চলাচলের অনুমতির জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। 

সোমবার ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট গাড়ির অর্ধেক চলাচল করলে শ্রমিকেরা বেকার থাকবে তাদের কষ্ট লাঘব শেষ হবে না। মালিকেরাও ব্যবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবে। তা ছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কি হবে? অর্ধেক গাড়ি চলাচল করলে পরিবহন সংকট দেখা দেবে এবং যাত্রীর চাপ বাড়বে এতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এমন অবস্থায় অর্ধেক নয় সবগুলো গাড়ি চালানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রজ্ঞাপন অনুযায়ী আমরা সরকারের নির্দেশনা মেনে বর্ধিত ভাড়া না নিয়ে পূর্বের ভাড়া গাড়ি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঢাকাসহ দেশের সকল পরিবহন মালিক-শ্রমিক নির্দেশ প্রদান করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত