Ajker Patrika

করোনা টিকাদানে ২ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দেবে ইআইবি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
করোনা টিকাদানে ২ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ দেবে ইআইবি

করোনা টিকাদান কার্যক্রমে ২৩৫০ কোটির বেশি টাকা ঋণ দিচ্ছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। আন্তর্জাতিক এনজিও ফ্রেন্ডশীপ-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, করোনা মোকাবিলায় সারা দেশে করোনার টিকাদান কার্যক্রম সফলভাবে পরিচালনায় বাংলাদেশকে এ ঋণ দিচ্ছে ইআইবি। ঋণ সহায়তার উদ্দেশ্য হচ্ছে, করোনা মহামারি থেকে বাংলাদেশের নাগরিক এবং রোহিঙ্গা উদ্বাস্তুদের বাঁচানো। এই তহবিলের অন্যতম লক্ষ্য করোনার প্রভাব কমানো এবং গণমানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে মহামারির অবসান ঘটানো।

বাংলাদেশ ও লুক্সেমবার্গ সরকার, ইআইবি এবং উন্নয়ন সহযোগী সংস্থা ফ্রেন্ডশিপের যৌথ অনলাইন ভিডিও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংশ্লিষ্টরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইআইবি সদর দপ্তরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইআইবি প্রেসিডেন্ট ওয়ার্নার হোয়ের, ভাইস-প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান কেটেল থমসন, লুক্সেমবার্গ উন্নয়ন সমন্বয় মন্ত্রী ফ্রান্জ ফায়োট, ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান, ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ চেয়ারম্যান মার্ক এলভিনগার, নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন।

ইআইবি প্রেসিডেন্ট ওয়ার্নার হোয়ের আশা করেন, লুক্সেমবার্গ ও বাংলাদেশ সরকারের পারস্পরিক সহযোগিতা এবং ফ্রেন্ডশিপের মতো স্বনামধন্য এনজিও’র অংশগ্রহণে করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে দৃষ্টান্তমূলক অবদান রাখবে। এই ঋণের অধীনে করোনার টিকা কেনা, মহামারি মোকাবিলায়  প্রস্তুতি এবং সুস্বাস্থ্যে স্থানীয়দের সক্ষমতা অর্জনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানান তিনি। এর পাশাপাশি প্রকল্পে মহিলা, করোনার সম্মুখসারি এবং স্বাস্থ্য সেবায় কর্মরতদের জন্য বিশেষ নজর দেওয়ার কথাও বলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত