ঢাবি সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টায় জড়িত থাকার কারণে আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বুয়েট ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট প্রশাসন।
আজ মঙ্গলবার তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
ড. এ কে এম মাসুদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১টি বৈঠক করেছে। এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও সাতটি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, সেটি লঙ্ঘন করেছেন। এ জন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।
ড. এ কে এম মাসুদ জানান, আরও ছয়জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত রয়েছে ৷ যদি তাঁরা ভবিষ্যতে কোনো অপরাধ করেন, তাহলে তাঁদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের চিঠি দিয়ে তাঁদের সাজার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়েছে।
ড. মাসুদ সাজাপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে বলেন, কর্তৃপক্ষ সাজাপ্রাপ্তদের পরিচয় সর্বস্তরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের সাজার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বুয়েটের সাবেক শিক্ষার্থী বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক এম ওয়ালি উল্লাহ বলেন, বুয়েটের আইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিগত সরকারের সময় সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টা করেছেন। এই চেষ্টাকে ঘিরে বুয়েটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টায় জড়িত থাকার কারণে আট শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বুয়েট ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ২৭ জনকে সতর্ক করেছে বুয়েট প্রশাসন।
আজ মঙ্গলবার তাঁদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ।
ড. এ কে এম মাসুদ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৪১টি বৈঠক করেছে। এ ছাড়া ডিসিপ্লিনারি কমিটি আরও সাতটি বৈঠক করে। সেখানে অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, সেটি লঙ্ঘন করেছেন। এ জন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।
ড. এ কে এম মাসুদ জানান, আরও ছয়জনকে দুই সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে এই ছয়জনের বহিষ্কারাদেশ এখন স্থগিত রয়েছে ৷ যদি তাঁরা ভবিষ্যতে কোনো অপরাধ করেন, তাহলে তাঁদের বহিষ্কার তখন থেকে কার্যকর হবে। এর বাইরে সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। আরও ২৭ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। সাজাপ্রাপ্তদের চিঠি দিয়ে তাঁদের সাজার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অবহিত করা হয়েছে।
ড. মাসুদ সাজাপ্রাপ্তদের পরিচয় সম্পর্কে বলেন, কর্তৃপক্ষ সাজাপ্রাপ্তদের পরিচয় সর্বস্তরে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সাজাপ্রাপ্তদের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের সাজার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত বুয়েটের সাবেক শিক্ষার্থী বৈষম্যবিরোধী প্রকৌশলী পরিষদের আহ্বায়ক এম ওয়ালি উল্লাহ বলেন, বুয়েটের আইনে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিগত সরকারের সময় সাজাপ্রাপ্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি ফেরানোর চেষ্টা করেছেন। এই চেষ্টাকে ঘিরে বুয়েটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বুয়েটের শিক্ষার্থীদের নানা অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৬ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
৯ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১০ ঘণ্টা আগে