নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবার ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৭-৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হতে পারে। তবে এ বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলে এ বছর ঈদুল আজহার ছুটি চার দিন হবে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।’
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। পূর্বঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮-৩০ জুন ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি ঘোষণার সুপারিশ করছে। যাতে ঈদে ঘরমুখী মানুষের কষ্ট কম হয়।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখী বহু মানুষ মারা যায় (দুর্ঘটনায়)। গত ঈদুল ফিতরের সময়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ ছিল। এবারও ঈদ যাতে সে রকম হয়, সে জন্য অনেকে ২৭ জুন ঈদের ছুটি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। এটিতে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। যদি মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে হয়তো যাতায়াতে চাপ কম পড়বে, মানুষ একটু নিরাপদে যেতে পারবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন কোরবানি ঈদে ঘরমুখী মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পশুর হাট যেন না বসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সে জন্য কোনোমতেই যাতে রাস্তা দখল করে হাট বসানো না হয় সেদিকে কঠোর নজরদারি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এবার ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মোজাম্মেল হক।
মোজাম্মেল হক বলেন, ‘ঈদের ছুটি তিন দিনের পরিবর্তে চার দিন করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ২৭-৩০ জুন পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা হতে পারে। তবে এ বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সেখান থেকে অনুমোদন দেওয়া হলে এ বছর ঈদুল আজহার ছুটি চার দিন হবে। গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।’
চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে। জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়। পূর্বঘোষিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮-৩০ জুন ঈদুল আজহার ছুটি নির্ধারিত রয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২৭ জুন থেকে ঈদের ছুটি ঘোষণার সুপারিশ করছে। যাতে ঈদে ঘরমুখী মানুষের কষ্ট কম হয়।
মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘ঈদের ছুটিতে ঘরমুখী বহু মানুষ মারা যায় (দুর্ঘটনায়)। গত ঈদুল ফিতরের সময়ে যথেষ্ট স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ ছিল। এবারও ঈদ যাতে সে রকম হয়, সে জন্য অনেকে ২৭ জুন ঈদের ছুটি দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন। এটিতে মন্ত্রিসভার দৃষ্টি আকর্ষণ করা হবে। যদি মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে হয়তো যাতায়াতে চাপ কম পড়বে, মানুষ একটু নিরাপদে যেতে পারবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আসন্ন কোরবানি ঈদে ঘরমুখী মানুষের যাতে কষ্ট না হয় সে জন্য দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে পশুর হাট যেন না বসতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে সে জন্য কোনোমতেই যাতে রাস্তা দখল করে হাট বসানো না হয় সেদিকে কঠোর নজরদারি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সাংবাদিক বা গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন কমিশনের (ইসি) জারি করা ‘নীতিমালা-২০২৫’ প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)। একই সঙ্গে, নীতিমালাটি সংশোধনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণে যৌক্তিক ও বাস্তবসম্মত
৪ ঘণ্টা আগেমামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
৭ ঘণ্টা আগেতিনি বলেছেন, ‘রাষ্ট্রের মূলনীতি বিষয়ে আজ চতুর্থ দিনের মতো আলোচনা হয়েছে। এই চার দিনের আলোচনায় আমরা দেখেছি, সংবিধানের দ্বিতীয় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে যেসব প্রস্তাব (সাম্য ও মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি) কমিশনের পক্ষ থেকে সংশোধিতভাবে
৭ ঘণ্টা আগেগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের মামলায় শিশুদের গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্টদের আগামী ৫ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তারের ক্ষেত্রে কেন সরকার শিশু আইন অনুসরণ করছে না—তা জানতে চেয়ে রুল
৭ ঘণ্টা আগে