কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
নেপালে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে আজ মঙ্গলবার (৮ মার্চ) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব নাসরিন জাহান। নেপালে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনে দুজন সেবা প্রত্যাশীর নিকট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করা হয়।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নাসরিন জাহান তাঁর বক্তব্যে বাংলাদেশের জেলা সদর দপ্তর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশে সকল মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম-সংক্রান্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ই-পাসপোর্ট সফলভাবে বাস্তবায়ন সম্পন্ন হলে মানবপাচারসহ এ-সংক্রান্ত নানা ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে।
মোহাম্মদ জামাল হোসেন বলেন, এই পাসপোর্ট বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিনির্ভর একটি পাসপোর্ট। তিনি ই-পাসপোর্টের বিভিন্ন বৈশিষ্ট্যের বিষয়ে সকলকে অবগত করেন।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ই-পাসপোর্ট সেবা প্রদান প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের একটি অন্যতম মাইলফলক। ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইমিগ্রেশন এবং পাসপোর্ট ইস্যু ও নবায়ন-সংক্রান্ত প্রক্রিয়াগুলো সহজতর ও নিরাপদ হবে। তিনি নেপালে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি ২০২০ সালে ই-পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্প উদ্বোধনের পর বাংলাদেশের সকল জেলায় এর কার্যক্রম সম্প্রসারণ করা হলেও করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মিশনগুলোতে এই সেবা চালু করা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। নেপালে বাংলাদেশ দূতাবাস ১৩ তম বাংলাদেশ মিশন হিসেবে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত হলো। এই সেবা পর্যায়ক্রমে পৃথিবীর ৬০টি দেশের ৮০টি মিশনে সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ‘গত বুধবার বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টার মধ্যে কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩ নম্বর গেটে এবং সংলগ্ন এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। অনেক লোক একত্র হয়ে একজন লোককে বিভিন্নভাবে আঘাত করে হত্যা করে। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং অল্প সময়ের মধ্যে
২ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এটা অকল্পনীয় ঘটনা। আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাই মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে
২ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন ঘটনা কখনোই আশা করা যায় না৷ এ ঘটনায় দায়ী পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ঘণ্টা আগেডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে দক্ষিণের জেলা বরগুনা। সরকারি হিসাবে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ঢাকার বাইরের জেলায় হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
৬ ঘণ্টা আগে