Ajker Patrika

‍পুলিশ সপ্তাহ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১: ০৩
Thumbnail image

আগামী রোববার থেকে ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে পুলিশ সপ্তাহ-২০২২ শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহের প্রথম দিন সকাল ১০টায় বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্যারেডে ভার্চুয়ালি উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করবেন তিনি। 

এদিকে পুলিশ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে হবে বলে জানিয়েছে সদর দপ্তর।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) কামরুজ্জামান জানান, বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়কত্ব করবেন পুলিশ সুপার মো. ছালেহ উদ্দিন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে সম্মেলন, প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা। শিল্ড প্যারেড, অস্ত্র ও মাদক উদ্ধার পুরস্কার বিতরণ এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কর্মরত পুলিশ কর্মকর্তাদের পুনর্মিলনী। বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে বিগত এক বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। পুলিশ সপ্তাহকে কেন্দ্র করে জাতীয় দৈনিক পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এ ছাড়া পুলিশ সপ্তাহ ঘিরে রাজধানীর প্রধান প্রধান সড়ক, সড়ক দ্বীপসমূহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত