Ajker Patrika

টিকা সরবরাহ করতে না পারলে সেরাম টাকা ফেরত দেবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
টিকা সরবরাহ করতে না পারলে সেরাম টাকা ফেরত দেবে: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।

আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা। 

ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে। 

 ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো  মন্তব্য করব না। 

এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে। 

বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত