নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আশাবাদ প্রকাশ করে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউট যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারলে টাকা ফেরত দেবে। তিনি বলেন, বিষয়টি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করবে। চুক্তি অনুযায়ী তারা কত দিন সময় নিয়েছিল সেটিও দেখতে হবে।
আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ১৮ তম অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও ২২ তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বুধবার অর্থনৈতিক সংক্রান্ত সভায় একটি প্রস্তাব এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত ১৬ প্রস্তাবের মোট ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে ১ হাজার ৩৯ কোটি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা।
ভারতের কাছ থেকে টিকা সরবরাহ না পেলে অর্থ ফেরতের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরও (ভারত) সেখানে টিকা (ভ্যাকসিন) প্রয়োজন। সেসব কারণ বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। অবশ্যই এটা ঠিক, তারা টিকা সরবরাহে ব্যর্থ (ফেল) হলে টাকা ফেরত দেবে।
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, আমাদের চুরি হওয়া টাকার বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ায় গিয়েছি। যারা যারা এর সঙ্গে সম্পৃক্ত বা আমাদের চিন্তায় যারা ছিল সম্পৃক্ততার, তাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, এ মামলা এখনো চলমান। সে জন্য এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।
এদিকে সংসদীয় কমিটিতে বলা হয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রতিটি সার্জিকাল মাস্ক ৩৫৬ টাকা দামে কেনা হয়েছে। এগুলো কেবিনেট কমিটি মনিটর করলে ২ থেকে ১০ টাকার মাস্ক কীভাবে ৩৫৬ টাকা দিয়ে কেনা হয়-এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি মন্ত্রণালয়কে যেভাবে বরাদ্দ দেওয়া হয় তেমনিভাবে তাদের ক্রয় করার সুযোগ আছে। তারা নির্দিষ্ট সীমার (লিমিট) মধ্যে কিনতে পারে, সেই সীমা যখন পার (ক্রস) হয়ে যাবে তখন আমাদের কমিটিতে আসবে। তার আগে পর্যন্ত মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষ, তাদের ক্রয়ের ক্ষমতা রয়েছে।
বাংলাদেশ পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রণোদনার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়তি সময় চাচ্ছে। তাদের বাড়তি সময় দেওয়া হবে কিনা-এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো আবেদন এখনো আসেনি। এলে দেখব, কী করা যায়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৫ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৬ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৭ ঘণ্টা আগে