নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও জবি প্রতিনিধি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের টানা সর্বাত্মক কর্মবিরতি ও আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রত্যয় স্কিমে না থাকার বিষয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে বলে আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
আখতারুল ইসলাম বলেন, ‘আমাদের এক নম্বর যে দাবি ছিল প্রত্যয় স্কিম বাতিল, সে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছি যে আমাদের প্রত্যয়ের বাইরে রাখতে হবে। এ প্রস্তাবটা একটা প্রসিডিউরের মাধ্যমে গিয়ে প্রজ্ঞাপন হবে। এ সিদ্ধান্তের বিষয়ে আজকের বৈঠকে কারও দ্বিমত ছিল না। আশা করছি এর ব্যতিক্রম হবে না।’
চলমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে আখতারুল ইসলাম বলেন, ‘এখন তো এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের অবস্থান কর্মসূচিও নেই। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগেই আমাদের এই প্রজ্ঞাপন হয়ে যাবে আশা করছি।’
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের বাকি দুই দাবি হলো—সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বৈঠকে শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টার মতো যুক্তিতর্ক ও আলোচনা হয়। বাকি দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যয় স্কিমে শিক্ষকেরা অন্তর্ভুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত হয়েছে, শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন হবে। আর বাকি দাবিগুলোও যুক্তিযুক্ত বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে প্রজ্ঞাপন হোক, তারপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি প্রত্যয় স্কিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় জানায়, প্রত্যয় স্কিমের বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।
আরও খবর পড়ুন:
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থাকছেন না পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকদের টানা সর্বাত্মক কর্মবিরতি ও আন্দোলনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
প্রত্যয় স্কিমে না থাকার বিষয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করা হয়েছে বলে আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
আখতারুল ইসলাম বলেন, ‘আমাদের এক নম্বর যে দাবি ছিল প্রত্যয় স্কিম বাতিল, সে বিষয়ে দুই পক্ষই একমত হয়েছি যে আমাদের প্রত্যয়ের বাইরে রাখতে হবে। এ প্রস্তাবটা একটা প্রসিডিউরের মাধ্যমে গিয়ে প্রজ্ঞাপন হবে। এ সিদ্ধান্তের বিষয়ে আজকের বৈঠকে কারও দ্বিমত ছিল না। আশা করছি এর ব্যতিক্রম হবে না।’
চলমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে আখতারুল ইসলাম বলেন, ‘এখন তো এমনিতেই বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের অবস্থান কর্মসূচিও নেই। তবে বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগেই আমাদের এই প্রজ্ঞাপন হয়ে যাবে আশা করছি।’
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের বাকি দুই দাবি হলো—সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। বৈঠকে শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে উভয় পক্ষের মধ্যে টানা তিন ঘণ্টার মতো যুক্তিতর্ক ও আলোচনা হয়। বাকি দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যয় স্কিমে শিক্ষকেরা অন্তর্ভুক্ত থাকবেন না বলে সিদ্ধান্ত হয়েছে, শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন হবে। আর বাকি দাবিগুলোও যুক্তিযুক্ত বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এই দাবিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।’
চলমান সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে প্রজ্ঞাপন হোক, তারপর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি প্রত্যয় স্কিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় জানায়, প্রত্যয় স্কিমের বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।
আরও খবর পড়ুন:
সরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
১ মিনিট আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
১ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের নামে থাকা গুলশানের ডুপ্লেক্স ফ্ল্যাটের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই লক্ষ্যে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের নির্দেশে একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে১০ লাখ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় ও মেয়াদি আমানত (এফডিআর) রাখার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বিষয়ে ছাড় দিয়েছে সরকার। একই সঙ্গে ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
১ ঘণ্টা আগে