Ajker Patrika

নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাপার চুন্নুরটা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৩
নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাপার চুন্নুরটা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

নিজের প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। পাশাপাশি তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং একই আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরুল হক নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন। আজ চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে।

নাসিরুল ইসলাম খান আপিলে উল্লেখ করেন, ‘রাজধানীর পুরানা পল্টনে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন? তাঁর মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।’ 

আপিলে নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘তিনি (মুজিবুল হক চুন্নু) বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন’ অভিযোগে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন এই নৌকার প্রার্থী।

এর আগে গত ও ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সেদিন বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত