Ajker Patrika

লেবাননে ২ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১: ৪১
লেবাননে ২ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের টানা হামলার মুখে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক একটি সূত্র আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা জানায়। 

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাঁদের খাবারদাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। 

বৈরুতের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পরও দেশটি লেবাননে হামলা অব্যাহত রাখবে, এমন ঝুঁকি একটুও কমেনি। তবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে। এ কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের। 

বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লেবাননে বাংলাদেশের কর্মীদের নিরাপদ স্থানে থাকা ও সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন। 

রাষ্ট্রদূত বার্তা অনুযায়ী, বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের অনেক স্থানে আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তা-পরিপন্থী কিছু ঘটনা ঘটেছে। 

বৈরুতের দাহিহ ও আশপাশের এলাকায় থাকা প্রবাসী কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। 

রাষ্ট্রদূত লেবানন পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসে ৭১২১৭১৩৯ ও ৭০৬৩৫২৭৮ নম্বরে ও [email protected] এই ই–মেইলে যোগাযোগ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত