কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের টানা হামলার মুখে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক একটি সূত্র আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা জানায়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাঁদের খাবারদাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
বৈরুতের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পরও দেশটি লেবাননে হামলা অব্যাহত রাখবে, এমন ঝুঁকি একটুও কমেনি। তবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে। এ কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের।
বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লেবাননে বাংলাদেশের কর্মীদের নিরাপদ স্থানে থাকা ও সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রদূত বার্তা অনুযায়ী, বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের অনেক স্থানে আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তা-পরিপন্থী কিছু ঘটনা ঘটেছে।
বৈরুতের দাহিহ ও আশপাশের এলাকায় থাকা প্রবাসী কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত লেবানন পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসে ৭১২১৭১৩৯ ও ৭০৬৩৫২৭৮ নম্বরে ও [email protected] এই ই–মেইলে যোগাযোগ করতে পারবেন।
লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলের টানা হামলার মুখে প্রায় দুই হাজার বাংলাদেশি কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কূটনৈতিক একটি সূত্র আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ কথা জানায়।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, বিপদগ্রস্ত কর্মীদের লেবাননের সরকারের নিয়ন্ত্রণাধীন নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গেও দূতাবাসের কথা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাঁদের খাবারদাবার সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।
বৈরুতের দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নসরুল্লাহ নিহত হওয়ার পরও দেশটি লেবাননে হামলা অব্যাহত রাখবে, এমন ঝুঁকি একটুও কমেনি। তবে ইসরায়েল হামলাগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে করে থাকে। এ কারণে যুদ্ধ বাড়তে থাকার ঝুঁকি সত্ত্বেও বিপদে পড়া কর্মীরা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না। দেশে ফিরলে বেকার হয়ে পড়া ও আবার যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা থাকায় এমন ভাবনা কর্মীদের।
বৈরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান গতকাল শনিবার এক ভিডিও বার্তায় লেবাননে বাংলাদেশের কর্মীদের নিরাপদ স্থানে থাকা ও সাবধানে চলাফেরা করার নির্দেশনা দিয়েছেন।
রাষ্ট্রদূত বার্তা অনুযায়ী, বৈরুত, দক্ষিণ ও পূর্ব লেবাননে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। বৈরুতের অনেক স্থানে আইনশৃঙ্খলা লঙ্ঘন, প্রকাশ্যে বন্দুকযুদ্ধ, রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর ও নিরাপত্তা-পরিপন্থী কিছু ঘটনা ঘটেছে।
বৈরুতের দাহিহ ও আশপাশের এলাকায় থাকা প্রবাসী কর্মীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত লেবানন পরিস্থিতিতে গুজব এড়িয়ে চলা এবং ধৈর্য ও সাহসের সঙ্গে দুর্দশাগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রবাসীরা জরুরি প্রয়োজনে দূতাবাসে ৭১২১৭১৩৯ ও ৭০৬৩৫২৭৮ নম্বরে ও [email protected] এই ই–মেইলে যোগাযোগ করতে পারবেন।
চলতি বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা ঘোষণার পর কয়েকটি নাম নিয়ে ব্যাপার সমালোচনা হয়। পরে তিনজনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। এ নিয়ে আজ শনিবার জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
১০ মিনিট আগেদুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
১ ঘণ্টা আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ ঘণ্টা আগেকুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতা নিহতের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারদের সংগঠন মায়ের ডাক। সেই সঙ্গে যৌথ বাহিনীর নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংস্কৃতি সম্পূর্ণরূপে বন্ধ করাসহ চারটি দাবি তুলে ধরেছে সংগঠনটি। আজ শনিবার সংগঠনটির অফিশিয়াল...
২ ঘণ্টা আগে