Ajker Patrika

সাদাপোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫: ৪০
সোমবার খুলনা অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা
সোমবার খুলনা অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো ডিপার্টমেন্টের কেউ সাদাপোশাকে গ্রেপ্তার এবং কারও বিরুদ্ধে ভুয়া মামলা দেওয়া যাবে না। যদি কেউ কোনো প্রকার ভুয়া মামলা দেয়, তবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে।’ আজ সোমবার খুলনা অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর সকল প্রকার ঘুষ–বাণিজ্য বন্ধ করতে হবে। ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশদের থাকা, খাওয়া এবং ট্রাফিকের দায়িত্ব পালনের স্থানে বিশ্রাম এবং টয়লেটের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশকে মাদকমুক্ত ও কিশোর গ্যাং মুক্ত করতে হবে। বাংলাদেশের সকল সরকারি ডিপার্টমেন্ট এবং সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমাতে এগিয়ে আসতে হবে।’

সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সর্বস্তরের মিডিয়াকর্মীরা বাংলাদেশের যা ঘটে, সেই সঠিক নিউজ তুলে ধরবেন। এমন কোনো নিউজ তৈরি করবেন না, যাতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যায়।’

বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সশস্ত্র বাহিনী বিভাগ, খুলনা রেঞ্জ পুলিশ, রেঞ্জের সব জেলার পুলিশ ইউনিট, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত