Ajker Patrika

শপথ নিতে মন্ত্রিসভার সদস্যরা সবাই বঙ্গভবনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১৯: ২৫
শপথ নিতে মন্ত্রিসভার সদস্যরা সবাই বঙ্গভবনে

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীও একে একে শপথ নিচ্ছেন।

গতকাল বুধবার নাম ঘোষণার পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন তাঁদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন।

এরপর বিকালে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিতে একে একে বঙ্গভবনে প্রবেশ করেন। মন্ত্রিপরিষদ বিভাগের গাড়িতে করে তাঁরা বঙ্গভবনে প্রবেশ করেন। শপথের পরে মন্ত্রী–প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে। 

নতুন মন্ত্রিসভার কর্মী–সমর্থকেরা বঙ্গভবনের বাইরে অবস্থান করছেন। তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। 

মন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন যে ২৫ জন

আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১) 

ওবায়দুল কাদের (নোয়াখালী-৫) 

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪) 

আসাদুজ্জামান খান (ঢাকা-১২) 

ডা. দীপু মনি (চাঁদপুর-৩) 

মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯) 

মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১) 

আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪) 

মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭) 

মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) 

মো. আব্দুর রহমান (ফরিদপুর-১) 

নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫) 

আব্দুস সালাম (ময়মনসিংহ-৯) 

সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯) 

জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩) 

নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) 

আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪) 

সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১) 

উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) 

মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) 

ফরহাদ হোসেন (মেহেরপুর-১) 

মো. ফরিদুল হক খান (জামালপুর-২) 

মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) 

ইয়াফেস ওসমান

সামন্ত লাল সেন

বাইরে অবস্থান নিয়েছেন কর্মী–সমর্থকেরা। ছবি: সংগৃহীত প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়া ১১ জন

সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪) 

নসরুল হামিদ (ঢাকা-৩) 

জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩) 

মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) 

মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪) 

খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২) 

জাহিদ ফারুক (বরিশাল-৫) 

কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) 

বেগম রুমানা আলী (গাজীপুর-৩) 

শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) 

আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত