নিজস্ব প্রতিবেদক
ঢাকা: হলি আর্টিজান হামলার পর এ পর্যন্ত ১ হাজার ৫০০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া র্যাবের ভূমিকার কারণে উগ্রবাদে জড়িত ১৬ জন তরুণ–তরুণী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
১ জুলাই হলি আর্টিজন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজানের ঘটনায় মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্টদের সাজাও হয়েছে। তবে তা এখনো কার্যকর হয়নি। ওই ঘটনায় জঙ্গি দমনে মূল ভূমিকা পালন করে র্যাব। দেশে উগ্রবাদ দমনে র্যাব অগ্রণী ভূমিকা রাখছে।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল–মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা যে পথে হাঁটছে, র্যাব তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও জানান, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ৪৬ হাজার কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশে কিশোর গ্যাংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরেরা যাতে জঙ্গি এবং মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান তিনি। ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং রোগ নির্ণয়ের নকল কিট জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক।
দেশে জঙ্গিদের হামলার আর কোনো আশঙ্কা আছে কি–না–এ প্রশ্নে র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, বড় ধরনের হামলার কোনো তথ্য তাঁদের কাছে নেই। জঙ্গিদের চেয়ে র্যাব এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ রয়েছে কি–না? এ প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগ সূত্র নেই।
সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে র্যাব প্রধান বলেন, মামলাটি অনেক সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। র্যাব অনেক মামলাই দ্রুত তদন্ত করে বের করতে পেরেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে।
ঢাকা: হলি আর্টিজান হামলার পর এ পর্যন্ত ১ হাজার ৫০০ জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ছাড়া র্যাবের ভূমিকার কারণে উগ্রবাদে জড়িত ১৬ জন তরুণ–তরুণী স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তাঁদের পুনর্বাসনের চেষ্টা চলছে।
১ জুলাই হলি আর্টিজন দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) আবদুল্লাহ আল মামুন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে ২০ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। সেই রাতে অভিযান চালাতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তাও নিহত হন।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজানের ঘটনায় মামলা হয়। ওই মামলায় সংশ্লিষ্টদের সাজাও হয়েছে। তবে তা এখনো কার্যকর হয়নি। ওই ঘটনায় জঙ্গি দমনে মূল ভূমিকা পালন করে র্যাব। দেশে উগ্রবাদ দমনে র্যাব অগ্রণী ভূমিকা রাখছে।
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল–মন্তব্য করে র্যাবের মহাপরিচালক বলেন, জঙ্গিরা যে পথে হাঁটছে, র্যাব তাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে। দেশে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জঙ্গি মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
র্যাব মহাপরিচালক আরও জানান, মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ৪৬ হাজার কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। দেশে কিশোর গ্যাংয়ের প্রবণতা দেখা যাচ্ছে। কিশোরেরা যাতে জঙ্গি এবং মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেওয়ার আহ্বান তিনি। ভেজাল পণ্যবিরোধী অভিযান এবং রোগ নির্ণয়ের নকল কিট জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও র্যাবের ভূমিকার কথা উল্লেখ করেন র্যাবের মহাপরিচালক।
দেশে জঙ্গিদের হামলার আর কোনো আশঙ্কা আছে কি–না–এ প্রশ্নে র্যাব প্রধান বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, বড় ধরনের হামলার কোনো তথ্য তাঁদের কাছে নেই। জঙ্গিদের চেয়ে র্যাব এগিয়ে রয়েছে। আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগাযোগ রয়েছে কি–না? এ প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে দেশের জঙ্গিদের কোনো যোগ সূত্র নেই।
সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ জানতে চাইলে র্যাব প্রধান বলেন, মামলাটি অনেক সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। র্যাব অনেক মামলাই দ্রুত তদন্ত করে বের করতে পেরেছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৩ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৪ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৫ ঘণ্টা আগে