অনলাইন ডেস্ক
খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’
খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিনটি প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়।
প্রকল্পগুলো হচ্ছে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প, প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও জগন্নাথপুর এবং মোহনগঞ্জ উপজেলায় দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন শীর্ষক প্রকল্প।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৩ হাজার কোটি টাকার ‘সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’ পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মঞ্জুর-উল-আলম। তিনি আগামীকাল রোববার (১৬ ফেব্রুয়ারি) খামারবাড়িতে যোগদানের কথা রয়েছে। প্রকল্পটির মেয়াদ জুন ২০২৫-এ শেষ হওয়ার কথা রয়েছে।
এত দিন মঞ্জুর-উল-আলম কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের কৃষি প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি প্রকল্পের সদ্য সাবেক পিডি মোহাম্মদ সফিউজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
জগন্নাথপুর ও মোহনগঞ্জ উপজেলায় দুটি ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন’ শীর্ষক প্রকল্পে পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম বদরুল হক। ৩৫৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি জুন ২০২৬ সালে শেষ হওয়ার কথা রয়েছে। কে এম বদরুল হক এত দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি এখন প্রকল্পটির সদ্য সাবেক পিডি মুহাম্মদ শরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অন্ট্রাপ্রেনারশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক হিসেবে এত দিন দায়িত্ব পালন করছিলেন। জুলাই ২০২৩ সালে শুরু হওয়া প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি ২০২৮ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। আবুল কালাম আজাদ প্রকল্পটির সদ্য সাবেক পিডি মো. মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
প্রকল্পের পিডি বদলের বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়মের অভিযোগ রয়েছে। প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে। চলতি সপ্তাহে নতুন প্রকল্প পরিচালকদের যোগদানের কথা রয়েছে।’
বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্পে সাশ্রয় হওয়া টাকায় আরও ৩৫টি কোচ (বগি) কেনার সিদ্ধান্ত হলেও নির্দিষ্ট মেয়াদে সেগুলো আসছে না। যে সময়ে আসবে, তখন টাকা পরিশোধে জটিলতার কারণে এই প্রকল্পের মেয়াদ আগামী বছর জুন পর্যন্ত এক বছর বাড়ানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেপরপর দুটি দুর্ঘটনায় উড়ে যায় বাসের ছাদ। বাসে যাত্রী ছিলেন ৬০ জন। আহতও হন বেশ কয়েকজন। তবে এরপরও বাস থামাননি চালক। ছাদবিহীন বাস বেপরোয়া গতিতে চালিয়েছেন প্রায় ৫ কিলোমিটার। এরপর যাত্রী ও ওই পথে চলা অন্যদের রোষের মুখ বাস থামিয়ে পালিয়ে যান চালক।
৬ ঘণ্টা আগেপররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ‘মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাপ্রার্থনা ও স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থ দাবি’ করা হয়েছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে এই অমীমাংসিত
৯ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যের বেশির ভাগ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ‘দ্বিধাগ্রস্ত’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, আরাকান আর্মি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত নয়, আন্তর্জাতিকভাবেও স্বীকৃত নয়, তাই আনুষ্ঠানিক আলোচ
১০ ঘণ্টা আগে