নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ) ডাকে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়েছে। কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতির কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
শামসুর রহমান জানান, সিঅ্যান্ডএফের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধি-বিধান সংশোধন, পণ্য চালানে শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি সব কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ২১ জানুয়ারির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যদের কর্মবিরতি পালন করতে বলা হয়।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, ‘সারা দেশে একযোগে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। আজ বেলা দুইটায় আমাদের ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা আছে। সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সে বিবেচনায় সভায় আলোচনা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধান করা হবে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও বিতর্কিত লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধন না করায় আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতি পালন করতে।’
সিঅ্যান্ডএফ সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৭ জুন চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এক দিন কর্মবিরতি পালন করা হয়।
কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টদের (সিঅ্যান্ডএফ) ডাকে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে দুই দিনের কর্মবিরতি শুরু হয়েছে। কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতির কারণে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শামসুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
শামসুর রহমান জানান, সিঅ্যান্ডএফের মৌলিক অধিকার পরিপন্থী কিছু বিধি-বিধান সংশোধন, পণ্য চালানে শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে বিতর্কিত আদেশ বাতিলের দাবিতে ৩০ ও ৩১ জানুয়ারি সব কাস্টমস হাউস ও স্টেশনে একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।
ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ২১ জানুয়ারির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু স্বাক্ষরিত এক চিঠিতে সদস্যদের কর্মবিরতি পালন করতে বলা হয়।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বলেন, ‘সারা দেশে একযোগে সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে কর্মবিরতি চলছে। আজ বেলা দুইটায় আমাদের ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা আছে। সেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সে বিবেচনায় সভায় আলোচনা করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো সমাধান করা হবে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও বিতর্কিত লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধন না করায় আমরা বাধ্য হচ্ছি কর্মবিরতি পালন করতে।’
সিঅ্যান্ডএফ সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ৭ জুন চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলাসহ সারা দেশের সকল কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে একযোগে এক দিন কর্মবিরতি পালন করা হয়।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
১৫ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
১৬ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১৬ ঘণ্টা আগে