নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল থেকে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেত-কর্মীরা। ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা ফের আটকে দিয়েছে পুলিশ। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক ১১টা ২০ মিনিটের দিকে ফকিরাপুল থেকে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীর একটি ছোট মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।
গাজীপুরের টঙ্গী এলাকার বিএনপির কর্মী সোহাগ খান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস বলেন, ‘বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি।’
এ দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ।
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল থেকে পল্টনের নাইটিঙ্গেল মোড়ে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেত-কর্মীরা। ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী মিছিলটিতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই নাইটিঙ্গেল মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা ফের আটকে দিয়েছে পুলিশ। বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যাঁরা চলাচল করছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক ১১টা ২০ মিনিটের দিকে ফকিরাপুল থেকে বিএনপির ১৫ থেকে ২০ জন নেতা-কর্মীর একটি ছোট মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ বাধা দেয়।
গাজীপুরের টঙ্গী এলাকার বিএনপির কর্মী সোহাগ খান বলেন, ‘আমরা ১৫ থেকে ২০ জন মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি।
মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মনোতোষ বিশ্বাস বলেন, ‘বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি।’
এ দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও সিসি ক্যামেরা বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে নয়াপল্টনে রাস্তার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসাতে দেখা যায়। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিসি ক্যামেরা স্থাপনার কাজ চলছিল।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয়, তার সবই করবে ঢাকা মহানগর পুলিশ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘আমরা বায়ুদূষণ বা দুর্ঘটনা চাই না। পুলিশের হয়রানিও সহ্য করতে চাই না। শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে চাই। গাড়িকে দূষণের জন্য দোষারোপ করা হলেও বুড়িগঙ্গা বা তুরাগ নদী কে দূষণ করল, সে প্রশ্ন তোলা উচিত। আমাদের আট দফা
১ ঘণ্টা আগেবাংলাদেশের একজন কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে।
২ ঘণ্টা আগেকুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের কোনো প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগেরাষ্ট্র কাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন
৫ ঘণ্টা আগে