Ajker Patrika

বন্যাদুর্গত এলাকায় মোবাইল পরিষেবা ব্যাহত, দ্রুত চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৪: ০৭
বন্যাদুর্গত এলাকায় মোবাইল পরিষেবা ব্যাহত, দ্রুত চালুর দাবি

অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে বন্যাদুর্গত এলাকাগুলোতে মোবাইল ফোন-সেবা ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে বিপর্যস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, ইন্টারনেটসহ মোবাইল নেটওয়ার্ক সেবা দ্রুত সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বিজ্ঞপ্তিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বন্যাদুর্গত এলাকার ১৩ শতাংশ সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে। নেটওয়ার্ক একবারে বিচ্ছিন্ন হলে ১০টি ভিএসএটি প্রস্তুত আছে।

বন্যাদুর্গত এলাকাগুলোতে মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে বলেও জানিয়েছেন তথ্য উপদেষ্টা।

এ দিকে বন্যাদুর্গত এলাকায় দ্রুত নেটওয়ার্ক সচল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, গত দুই দিন ধরে টানা বর্ষণ এবং অতি বন্যায় পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী ও কুমিল্লা জেলা প্লাবিত। শত শত গ্রামের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি আরও সমস্যা তৈরি করেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিপর্যয়।

`গতকাল বুধবার অধিকাংশ বিটিএস বিকল হয়ে পড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বলতে গেলে অচল। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আত্মীয়স্বজন। অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তির প্রতিমন্ত্রীর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বন্যাদুর্গত এলাকায় দ্রুত নেটওয়ার্ক চালু করা। 

সেই সঙ্গে বিদ্যুৎ-ব্যবস্থা সচল না করলে অনেকে মোবাইল ফোন চার্জ করতে পারছেন না। পাশাপাশি ব্যালেন্স না থাকায় অনেকে যোগাযোগ অব্যাহত রাখতেও পারবে না, তাই তাদের দ্রুত সময়ে নেটওয়ার্ক সচল করার পাশাপাশি আপৎকালীন ব্যালেন্স প্রদানের জন্য মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত