Ajker Patrika

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১: ২০
পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়ে দিয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচি শুরু করবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের পাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেবে।’ 

তিনি আরও বলেন, `আমাদের আন্দোলন অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি, জনদুর্ভোগের কর্মসূচি নয়। আমরা আইনি প্রক্রিয়ায় হাইকোর্টের বারান্দায় যেতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। আমরা স্থায়ী সমাধান চাই। সেটা নির্বাহী বিভাগের কাছে, আদালতের কাছে নয়। অতিদ্রুত সময়ের মধ্যে এর সমাধানের আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ। কর্মসূচি ঘোষণা শেষ হলে ৭টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে সরে যান আন্দোলনকারীরা।

এর আগে দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পরে মৎস্য ভবন, কারওয়ান বাজার, পরীবাগ মোড় ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে অবরোধ করে রাখেন। 

প্রায় ৫ ঘণ্টার অবরোধ করে মোড় ছেড়ে একে একে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। পরে ৭টা ৩৫ মিনিটের দিকে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে দেন। 

সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত