বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের গাফিলতিতে ৬৬২ জনের হজযাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এসব হজযাত্রীর উড়োজাহাজ ভাড়ার ১৩ কোটি টাকা আটকে রেখেছে ব্যাংকটি। হজযাত্রীদের এই বিপুল পরিমাণ টাকা দ্রুত ছাড় করতে ধর্ম মন্ত্রণালয় ব্যাংকটিকে দুই দফায় চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত টাকা ছাড় করেনি ব্যাংকটি।
বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ব্যাংক কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। তাঁরা কাল (বুধবার) থেকে টাকা ছাড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। দেখা যাক কাল কী করে!
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হকের সই করা দুটি চিঠি দুই দফায় প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় পাঠানো হয়। এতে বলা হয়, শিকদার এয়ার ট্রাভেলস ও মাজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল হজ কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত হিসাব নম্বরে হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন বাবদ হাজিপ্রতি ২ লাখ ৫ হাজার টাকা করে ৬৮২ (৪২৮ ও ২৫৪) জনের টাকা জমা আছে। ওই টাকা থেকে হাজিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা হিসাবে উড়োজাহাজের টিকিট বাবদ মোট ১৩ কোটি ২৭ লাখ টাকা লিড হজ এজেন্সি আল রিসান ট্রাভেল এজেন্সি ও নর্থ বেঙ্গল হজ ট্যুরের ব্যাংক হিসাবে পাঠানোর জন্য অনুরোধ করা হয়। কিন্তু ব্যাংক থেকে ২৬ মে পর্যন্ত ওই টাকা লিড হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়নি। এতে ৬৮২ জন হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়েছে।
হাজিদের উড়োজাহাজের টিকিট বাবদ ১৩ কোটি ২৭ লাখ টাকা স্থানান্তর করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
দুই দফা চিঠি দেওয়া সত্ত্বেও গতকাল পর্যন্ত টিকিটের টাকা ছাড় করেনি ব্যাংকটি। এ কারণে বিপাকে পড়েছেন ওই হজযাত্রীরা। টিকিট না হওয়ায় উদ্বেগে দিন কাটছে তাঁদের।
ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে।
এ বছরের হজফ্লাইট শুরু হয়েছে ৯ মে। শেষ ফ্লাইট আগামী ১২ জুন।
রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা ‘ক্রিটিক্যাল’ বা আশঙ্কাজনক। তারা সবাই শিশু এবং বর্তমানে তাদের আইসিইউতে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠানটির...
২৬ মিনিট আগেতিনি বলেছেন, নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। সংবিধানের ১১৮ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে একটি নির্দিষ্ট কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দল ও জোটগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
৩৫ মিনিট আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের ব্যবহৃত জিনিসপত্র গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাট থেকে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এ লক্ষ্যে একটি নিলাম কমিটি গঠন করে দিয়েছেন।
১ ঘণ্টা আগেমাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। আজ বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসীন নকভীর সৌজন্য সাক্ষাৎ
২ ঘণ্টা আগে