Ajker Patrika

প্রধান বিচারপতির বাসভবনে হামলা: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বক্তব্য সরকারের প্রত্যাখ্যান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২৩: ১১
প্রধান বিচারপতির বাসভবনে হামলা: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের বক্তব্য সরকারের প্রত্যাখ্যান

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর) ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন, অন্য বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর হামলা সম্পর্কে যে বিবৃতি দিয়েছে, সরকার তা প্রত্যাখ্যান করেছে।

ওএইচসিএইচআর গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেওয়া ওই বিবৃতিতে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

সংগঠনটি বলেছে, গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দলের প্রতিবাদ কর্মসূচির সময় প্রধান বিচারপতির বাসভবন, বিচারকদের বাসস্থান ও সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তাতে বিক্ষোভকারী ও মোটরসাইকেলে আসা মুখোশধারী ব্যক্তিরা অংশ নিয়েছে, যাদের সরকারি দলের সমর্থক বলে মনে হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশনারের দপ্তরের ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় বলেছে, বিরোধী বিএনপির কর্মীরা ওই হামলা করেছে। আর হাইকমিশনারের দপ্তর দুর্ভাগ্যজনকভাবে বিএনপির অপপ্রচারের ফাঁদে পড়েছে। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সাংবাদিকদের বলেছেন, ওএইচসিএইচআরের বিবৃতির বেশ কিছু বিষয় ত্রুটিপূর্ণ। এতে আসল ঘটনার প্রতিফলন ঘটেনি। তাদের তথ্যে ঘাটতি আছে। আর এ রকম প্রতিষ্ঠানের তথ্যে ঘাটতি থাকা খুবই দুঃখজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত