Ajker Patrika

অভিজিৎ রায়ের হত্যাকারীদের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
অভিজিৎ রায়ের হত্যাকারীদের তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার

ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে হত্যায় জড়িত সাজাপ্রাপ্ত আসামিদের বিষয়ে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়।

২০১৫ সালে অমর একুশে গ্রন্থমেলা চলাকালে ২৬ ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন অভিজিৎ রায় এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ হামলায় অভিজিৎ রায় প্রাণ হারান। গুরুতর জখম হলেও ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বন্যা। তাঁরা দুজনেই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। 

এ ঘটনার তদন্ত এখনো চলছে। দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র। এ হামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাঁদের বিচারের আওতায় এনে শাস্তি দিয়েছে বাংলাদেশ। তবে মূল পরিকল্পনাকারী সৈয়দ জিয়াউল হক (মেজর জিয়া) এবং আকরাম হোসেন পলাতক। 

এ হামলার দায় স্বীকার করেছে একই কাজে সংযুক্ত দুটি গ্রুপ। আনসারুল্লাহ বাংলা এ হামলায় দায় স্বীকার করেছে। এরা আল কায়েদা অনুপ্রাণিত বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠী। তাদের পরপরই ভারতবর্ষের আল কায়েদার নেতা আসিম ওমর (সম্প্রতি মৃত) এ হামলায় দায় স্বীকার করে। 

 ২০১৬ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতবর্ষের আল কায়েদাকে বিদেশি জঙ্গি গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। 

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, এই হত্যাকারীদের বিষয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। +১২০২৭০২৭৮৪৩ নম্বরে টেলিগ্রাম, সিগনাল বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তথ্য জানানো যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত