নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ না করায় অনেকে তাঁদের গালি দেন এবং তাঁরা গালি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী তাজুল ইসলাম। পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইউনিয়নের মেম্বার বলেন, সারা দিন আমরা গালি দেই। সম্ভবত অনেক কারণও আছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদকে আমরা গালি দেই। আমি মনে করি তাঁরা (গালি) পাওয়ার যোগ্য। কী কারণে? তাঁরা সঠিকভাবে সেবা দেন না এবং এ প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতিমুক্ত এটা বলা যাচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো মানুষের যেসব দায়িত্ব পালন করার কথা সেগুলো ঠিকভাবে পালন করে না। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা আমার। আমাকে খুঁজে বের করতে হবে ব্যর্থতাটা কার। যে মানুষ জবাবদিহির আওতায় থাকবে না সে নষ্ট হবে। এ জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের ঠিক করতে পারিনি, জনপ্রতিনিধিদের ঠিক করার দায়িত্ব আমাদের। মেম্বারের পজিশন যে মর্যাদাপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ৪৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন হচ্ছিল না উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন, আমাদের নানা উদ্যোগের ফলে এখন ৮০ শতাংশের বেশি পৌরসভায় বেতন ক্লিয়ার আছে। পৌরসভায় সিইও দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। এটা করা হলে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠান স্বনির্ভর হবে।
মন্ত্রী জানান, স্থানীয় সরকারের আইনগুলোতে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে। সেগুলো পরিবর্তনে কাজ করছেন তাঁরা। স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে প্রশাসক নিয়োগ করতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী জানান, আইডি থাকলে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কত দিন, মেরামতের জন্য কত দিন পর টাকা দেওয়া হবে। একটা রাস্তা দুইবার দেখিয়ে টাকা নিচ্ছে কি-না, সেটিও সহজে ধরা যাবে। আইডি নম্বর করা হচ্ছে কোথাও অনিয়ম পাওয়া গেলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য। পৌরসভায় অটোমেশন করা নেই, এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে বক্তব্য রাখেন।
স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ না করায় অনেকে তাঁদের গালি দেন এবং তাঁরা গালি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী তাজুল ইসলাম। পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সোমবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইউনিয়নের মেম্বার বলেন, সারা দিন আমরা গালি দেই। সম্ভবত অনেক কারণও আছে। মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদকে আমরা গালি দেই। আমি মনে করি তাঁরা (গালি) পাওয়ার যোগ্য। কী কারণে? তাঁরা সঠিকভাবে সেবা দেন না এবং এ প্রতিষ্ঠানগুলো যে দুর্নীতিমুক্ত এটা বলা যাচ্ছে না। এ প্রতিষ্ঠানগুলো মানুষের যেসব দায়িত্ব পালন করার কথা সেগুলো ঠিকভাবে পালন করে না। এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এই ব্যর্থতা তাঁদের নয়, ব্যর্থতা আমার। আমাকে খুঁজে বের করতে হবে ব্যর্থতাটা কার। যে মানুষ জবাবদিহির আওতায় থাকবে না সে নষ্ট হবে। এ জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আমরা জনপ্রতিনিধিদের ঠিক করতে পারিনি, জনপ্রতিনিধিদের ঠিক করার দায়িত্ব আমাদের। মেম্বারের পজিশন যে মর্যাদাপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় ৪৮টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন হচ্ছিল না উল্লেখ করে মন্ত্রী তাজুল বলেন, আমাদের নানা উদ্যোগের ফলে এখন ৮০ শতাংশের বেশি পৌরসভায় বেতন ক্লিয়ার আছে। পৌরসভায় সিইও দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী রাজি হয়েছেন। এটা করা হলে মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকে। জেলা পরিষদ ও পৌরসভায় অডিটর নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। এতে স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠান স্বনির্ভর হবে।
মন্ত্রী জানান, স্থানীয় সরকারের আইনগুলোতে ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি আছে। সেগুলো পরিবর্তনে কাজ করছেন তাঁরা। স্থানীয় সরকারের কোনো প্রতিষ্ঠানে জনপ্রতিনিধির মেয়াদ উত্তীর্ণ হলে সেখানে প্রশাসক নিয়োগ করতে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো পরিবর্তন করা হচ্ছে।
সঠিকভাবে সেবা দিতে হলে সড়কের আইডি নম্বর থাকা দরকার। পৌরসভা ও সিটি করপোরেশনের সড়কে আইডি নম্বরের বিষয়ে অল্প সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী জানান, আইডি থাকলে সড়ক মেরামত করা হলো তার স্থায়িত্ব কত দিন, মেরামতের জন্য কত দিন পর টাকা দেওয়া হবে। একটা রাস্তা দুইবার দেখিয়ে টাকা নিচ্ছে কি-না, সেটিও সহজে ধরা যাবে। আইডি নম্বর করা হচ্ছে কোথাও অনিয়ম পাওয়া গেলে দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় এ জন্য। পৌরসভায় অটোমেশন করা নেই, এ জন্য কমিটি করে দেওয়া হয়েছে।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সহসভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপে বক্তব্য রাখেন।
সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করছে সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগেএপ্রিল মাসে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হয়েছে। এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে১১তম গ্রেডে বেতনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন। এ কর্মসূচি চলবে ১৫ মে পর্যন্ত। পরে পর্যায়ক্রমে কর্মবিরতির ব্যাপ্তি বাড়বে। প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি চলছে।
১৯ ঘণ্টা আগে