Ajker Patrika

চলতি মাসে ডেঙ্গু রোগী হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসে ডেঙ্গু রোগী হাজার ছাড়াল

দেশে ডেঙ্গুর প্রকোপ কিছুতেই থামছে না। চলতি মাসে ডেঙ্গু রোগী হাজাল ছাড়ল। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। আগেরদিন ছিল ৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ২৪ দিনে এক হাজার ৫৭ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। জুলাইতে গড়ে দৈনিক ৪৪ জনের বেশি রোগী ভর্তি হন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ৬৫ জন। এদের মধ্যে ঢাকায় ৫৯ জন এবং বাইরে ৬ জন। আগেরদিন মোট শনাক্ত ছিল ৬৭ জন। এদের মধ্যে ঢাকায় ৬৩ জন এবং বাইরে ছিল ৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৯ জন। আগেরদিন ছিল ৩১৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৩৫ জন এবং বাইরে ৬৫। আগেরদিন ভর্তি ছিল ২৬১ জন এবং বাইরে ছিল ৫৮ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার ২৪ জুলাই পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হন দুই হাজার ১৪৬ জন। এদের মধ্যে রাজধানীতে ভর্তি হয় এক হাজার ৮৩৭ জন এবং বাইরে ৩০৯ জন। মোট রোগী ছাড়পত্র নিয়েছে এক হাজার ৮৪১ জন। ঢাকায় ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৫৯৯ জন এবং বাইরে ২৪২ জন। মোট মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে চলতি মাসে পাঁচজন ও গত মাসে ছিল একজন। 

কীটতত্ত্ববিদদেরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগী সারা দেশে ছড়িয়ে পড়বে। যা আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত