নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একই কেন্দ্রে দুই ডোজ টিকা নিতে গিয়ে অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বুস্টার ডোজ নিতে গিয়ে তাঁরা নতুন করে জটিলতায় পড়ছেন। যারা দুই ডোজ টিকা নেওয়ার পর কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে দূরবর্তী জেলায় অবস্থান করছেন তাঁরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এই জটিলতা নিরসনেই বুস্টার ডোজ গ্রহণে সেই বাধ্যবাধকতা শিথিল করলো সরকার। এখন ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ।
আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার স্থান থেকে বুস্টার ডোজ গ্রহণ করা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে একই জেলার মধ্যে এ নিয়ম প্রযোজ্য হবে না।
এ ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ দিতে হবে। কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। যেসব তথ্য হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে করার জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ২৮ ডিসেম্বর ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুরুতে এতে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানালেও পরে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকাও ব্যবহার করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সুরক্ষা অ্যাপ হালনাগাদ করায় বর্তমানে গ্রাম পর্যায়েও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জটিলতায় অনেকের বুস্টার ডোজ পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার সে বাধাও তুলে নেওয়া হলো।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বলছে, বুস্টার ডোজ পেতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে।
একই কেন্দ্রে দুই ডোজ টিকা নিতে গিয়ে অনেককে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। এখন বুস্টার ডোজ নিতে গিয়ে তাঁরা নতুন করে জটিলতায় পড়ছেন। যারা দুই ডোজ টিকা নেওয়ার পর কাজের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে দূরবর্তী জেলায় অবস্থান করছেন তাঁরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
এই জটিলতা নিরসনেই বুস্টার ডোজ গ্রহণে সেই বাধ্যবাধকতা শিথিল করলো সরকার। এখন ভিন্ন জেলায়ও নেওয়া যাবে বুস্টার ডোজ।
আজ মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিতরণ কর্মসূচির সদস্যসচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন কারণে টিকা গ্রহীতাদের অনেকের পক্ষেই প্রথম ও দ্বিতীয় ডোজ নেওয়ার স্থান থেকে বুস্টার ডোজ গ্রহণ করা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে ওই জেলার যেকোনো কেন্দ্র থেকে বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে একই জেলার মধ্যে এ নিয়ম প্রযোজ্য হবে না।
এ ক্ষেত্রে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ দিতে হবে। কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করতে হবে। যেসব তথ্য হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে করার জন্য অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
গত ২৮ ডিসেম্বর ঢাকার কয়েকটি হাসপাতালে সীমিত পরিসরে করোনা প্রতিরোধে সম্মুখ সারি ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে দেশে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়। শুরুতে এতে ফাইজারের টিকা ব্যবহারের কথা জানালেও পরে অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকাও ব্যবহার করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সুরক্ষা অ্যাপ হালনাগাদ করায় বর্তমানে গ্রাম পর্যায়েও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জটিলতায় অনেকের বুস্টার ডোজ পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার সে বাধাও তুলে নেওয়া হলো।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বলছে, বুস্টার ডোজ পেতে নতুন করে নিবন্ধন করতে হবে না। এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
৩ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৩ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৪ ঘণ্টা আগে