Ajker Patrika

সিইসির নির্দেশের পরও সাংবাদিকদের ব্রিফ করলেন না ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ২০: ২৮
সিইসির নির্দেশের পরও সাংবাদিকদের ব্রিফ করলেন না ইসি সচিব

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি কমিশনকে অবহিত করা হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্য নির্বাচন কমিশনাররা, ইসির সংশ্লিষ্ট সব শাখাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন ইসি সচিব জাহাংগীর আলম। বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের ব্রিফ করার নির্দেশ দিলেও তিনি শোনেননি।

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ হলে সাংবাদিকদের এড়িয়ে সচিব নিজ কক্ষে চলে যান। বিষয়টি নিয়ে কথা বলতে সাংবাদিকেরা প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে যান। সাংবাদিকদের উপস্থিতিতেই সিইসি ইন্টারকমে ফোন করে সচিবকে গণমাধ্যমে ব্রিফ করার জন্য বলেন। 

ঘণ্টাখানেক পর সিইসির কক্ষ প্রবেশ করেন সচিব। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে নিজের কক্ষে যাওয়ার সময় সাংবাদিকেরা আবারও তাঁকে ব্রিফ করার কথা বললে তিনি বলেন, ‘এটি আমাদের ইন্টারনাল মিটিং ছিল। কমিশন কিছু নির্দেশনা দিয়েছে। সভায় কোনো সিদ্ধান্ত হয়নি।’ 

এ বিষয়ে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার সচিবকে টেলিফোনে সংবাদ সম্মেলন করতে বলেছেন। কিন্তু উনি সিইসির নির্দেশনা অমান্য করে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। ইসি সচিবের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার বাধা। আমরা বিষয়টি সাংগঠনিকভাবে সিইসিকে জানাব।’ 

ইসি সূত্রে জানা যায়, আজকের সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কী কী প্রস্তুতি সম্পন্ন হয়েছে তা সংশ্লিষ্ট শাখাপ্রধানেরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কমিশনকে অবহিত করেন। তফসিল ঘোষণার আগে ও পরে কোন সময়ে কী কী কাজ করতে হবে, সেসবের পাশাপাশি বাজেট নিয়েও সভায় আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত