কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্পর্ককে এক ধাপ এগিয়ে কম্প্রিহেনসিভ বা বিস্তৃত অংশীদারত্বে নিতে সম্মত হয়েছে দুই দেশ। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের তৃতীয় বৈঠকে দুই দেশ এ সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের তৃতীয় বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে আছেন কোরিয়ার ফার্স্ট উপ পররাষ্ট্রমন্ত্রী চোই জং কুন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখতে রাজি দুই দেশ। এ ছাড়া দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য খাত এবং জীব প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনেও একত্রে কাজ করবে দুই দেশ।
উন্নয়ন সফলতা এবং স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণে বাংলাদেশের বেশ প্রশংসা করেছেন চোই জং কুন। ক্রমবর্ধমান আর্থসামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও নিশ্চিত করেছেন তিনি। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং পরিষ্কার জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। এ সময়ে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ বলে জানিয়েছেন মাসুদ বিন মোমেন।
বৈঠকে দুই দেশ সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২০২৩ সালে ৫০ বছর সম্পর্কের ক্ষণে দুই দেশের মধ্যে উচ্চ রাজনৈতিক পর্যায়ে সফরের বিষয়ে বৈঠকে একমত হয়। কোরীয় পেনিনসুলায় পরমাণু নিরস্ত্রীকরণের বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে। এ ছাড়া সার্ক ও আইওআরএতে দক্ষিণ কোরিয়ার অবদানকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গায় দক্ষিণ কোরিয়ার মানবিক সহায়তার জন্য সাধুবাদ জানায় বাংলাদেশ। আঞ্চলিক শান্তি ও উন্নয়নে এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়সহ দক্ষিণ কোরিয়ার সরকারকে অবদান রাখার আহ্বান জানায় বাংলাদেশ।
বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান ও জলবায়ুতে বাংলাদেশের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা, সবুজায়নে দুই দেশের সহযোগিতা বাড়ানো হবে বলেও বৈঠকে একমত হয় দুই দেশ।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সম্পর্ককে এক ধাপ এগিয়ে কম্প্রিহেনসিভ বা বিস্তৃত অংশীদারত্বে নিতে সম্মত হয়েছে দুই দেশ। দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের তৃতীয় বৈঠকে দুই দেশ এ সিদ্ধান্ত নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, আজ বৃহস্পতিবার বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের তৃতীয় বৈঠক রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফরে আছেন কোরিয়ার ফার্স্ট উপ পররাষ্ট্রমন্ত্রী চোই জং কুন। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে সম্ভাব্য দিকগুলো খতিয়ে দেখতে রাজি দুই দেশ। এ ছাড়া দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, প্রতিরক্ষা, কৃষি, মৎস্য খাত এবং জীব প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। সেই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনেও একত্রে কাজ করবে দুই দেশ।
উন্নয়ন সফলতা এবং স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণে বাংলাদেশের বেশ প্রশংসা করেছেন চোই জং কুন। ক্রমবর্ধমান আর্থসামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও নিশ্চিত করেছেন তিনি। প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ এবং পরিষ্কার জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। এ সময়ে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বাংলাদেশ বলে জানিয়েছেন মাসুদ বিন মোমেন।
বৈঠকে দুই দেশ সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২০২৩ সালে ৫০ বছর সম্পর্কের ক্ষণে দুই দেশের মধ্যে উচ্চ রাজনৈতিক পর্যায়ে সফরের বিষয়ে বৈঠকে একমত হয়। কোরীয় পেনিনসুলায় পরমাণু নিরস্ত্রীকরণের বাংলাদেশ সহযোগিতা অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছে। এ ছাড়া সার্ক ও আইওআরএতে দক্ষিণ কোরিয়ার অবদানকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গায় দক্ষিণ কোরিয়ার মানবিক সহায়তার জন্য সাধুবাদ জানায় বাংলাদেশ। আঞ্চলিক শান্তি ও উন্নয়নে এ সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়সহ দক্ষিণ কোরিয়ার সরকারকে অবদান রাখার আহ্বান জানায় বাংলাদেশ।
বৈশ্বিক শান্তি ও নিরাপত্তায় অবদান ও জলবায়ুতে বাংলাদেশের নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা, সবুজায়নে দুই দেশের সহযোগিতা বাড়ানো হবে বলেও বৈঠকে একমত হয় দুই দেশ।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সে সময় বলা হয়েছিল, এ নিয়ে কোনো দাবি ও আপত্তি থাকলে ১০ আগস্টের মধ্যে ইসিতে আবেদন করতে হবে। আজ রোববার ইসি থেকে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, সংসদীয় সীমানা পুননির্ধারণে দাবি বা আপত্তি জানিয়ে ১ হাজার ৭৬০টি আবেদন
১১ মিনিট আগেরাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।
১ ঘণ্টা আগেসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি শঙ্কামুক্ত আছেন।
৪ ঘণ্টা আগেকিছুদিন আগে একটি মিশনে যোগ দেওয়া মিশন প্রধান জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই অনেক মিশন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলা হয়। সাবধানতা হিসেবে কোনো কোনো মিশন রাষ্ট্রপতির ছবিও নামিয়ে ফেলে।
৪ ঘণ্টা আগে